Advertisement

Siliguri Double Death Case: শিলিগুড়ির বাংলোতে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য

Siliguri Double Death Case: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন মাটিগাড়ার সিটি সেন্টার লাগোয়া (Matigara) উত্তরায়ন টাউনশিপে। 

শিলিগুড়ির বাংলোতে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্যশিলিগুড়ির বাংলোতে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 7:51 PM IST

Siliguri Double Death Case: জলপাইগুড়ির পর এবার শিলিগুড়ি। একই বাড়িতে একই রাতে রহস্যজনকভাবে মৃত্যু হল মা ও ছেলের। কয়েকদিন আগেই জলপাইগুড়ি থেকে একটি বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছিল। এবার শিলিগুড়ির মাটিগাড়ায় সিটি সেন্টার সংলগ্ন এলাকার একটি আবাসন থেকে বৃহস্পতিবার তিনজনের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন মাটিগাড়ার সিটি সেন্টার লাগোয়া (Matigara) উত্তরায়ন টাউনশিপে। উত্তরায়ন টাউনশিপের একটি ফ্ল্যাটে ছেলে ও মেয়ে-কে নিয়ে ভাড়া থাকতেন তিথি দাস (৪০)। তাঁদের সঙ্গে থাকতেন ওই মহিলার এক ভাইপোও। বছর খানেক ধরে তাঁরা সেখানে ছিলেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে তিথি দাসের মেয়ে ঘুম থেকে উঠে দেখেন তাঁর ভাইয়ের দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। মাও নেই। এরপর খোঁজ করতেই মায়ের দেহ পড়ে থাকতে দেখেন বাথরুমে। এরপর সে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে আসেন ওই মেয়েটির খুড়তুতো ভাইও।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাটিগাড়া থানার পুলিশ। ঘর থেকে একটি চারকোলের উনুন উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উনুনের গ্যাস থেকেই মৃত্যু হতে পারে মা ও ছেলের। তবে ময়নাতদন্ত এবং তদন্তের পরই কিছু বলা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। মৃতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেও জানা গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement