Elephant Attack Madhyamik Student At Jalpaiguri: হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ্এলাকায়। ছাত্রটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এলাকাবাসী বনদফতরের দিকে গাফিলতির আঙুল তুলেছেন। এদিকে এই খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ মালদায় ঝুলন্ত দেহ দশম শ্রেণির ছাত্রীর, সুইসাইড নোটে প্রেমিকের নাম
জানা গিয়েছে, নিহত পরীক্ষার্থীর নাম অর্জুন দাস। এদিন বাবা বিষ্ণু দাসের সঙ্গে বাইকে বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বৈকুণ্ঠপুর ডিভিশনের মহারাজ ঘাট জঙ্গলের রাস্তায় ওঠার আগেই একটি হাতি আচমকা সামনে চলে আসে। দুজনেই বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। বিষ্ণুবাবু পালিয়ে যেতে সক্ষম হলেও অর্জুন বাইক থেকে নেমে পালাতে গেলে রাস্তায় পড়ে যায়। হাতি পা দিয়ে তাকে পিষে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। ততক্ষণে আশপাশের লোকজন তাঁকে তুলে নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত সংবাদমাধ্যমকে জানান, একটি হাতি এক ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতার আক্রমণে জখম হয়েছেন। গুরুতর আহত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিষ্ণু দাস পেশায় একজন কৃষক। অর্জুন বারোপাটিয়া পাঁচিরামনাহাটা স্কুলের ছাত্র। তার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছে। সেই পরীক্ষার উদ্দেশ্যেই বাবাকে নিয়ে যাচ্ছিল।
ঘটনার পর এলাকাবাসী বনদফতরের উপরই অভিযোগের তির ছুড়েছেন। তাঁদের অভিযোগ, প্রায় একমাস ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দু’টি দলছুট হাতি। তারমধ্যে একটি হাতি খুবই মারমুখী। দশদিন আগেও এলাকার একজনকে পিষে মেরেছিল সে। কিন্তু বনদফতর ওই হাতিদুটিকে ফেরাতে সক্রিয় হয়নি। তাতেই সমস্যা হচ্ছে। হাতির হানায় ছাত্রমৃত্যুর খবর পেয়ে এলাকায় যান বন দফতরের কর্মী-আধিকারিকরা। তাঁদের সামনেও ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।