Advertisement

Fake IPS Officer Arrest: আলিপুরদুয়ার থেকে গ্রেফতার কলকাতার ভুয়ো আইপিএস

Fake IPS Officer Arrest: কিছুদিন আগে ট্রেনে করে কলকাতা থেকে আলিপুরদুয়ারে আসে বিশ্বজিৎ। শহরের একটি নামী হোটেলে নিজের পরিচয় দেয় দীপব্রত চক্রবর্তী নামে। ঠিকানাও জানায় সাউথ সল্টলেক সেক্টর ১।

Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 11:32 PM IST

Fake IPS Officer Arrest: ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণার ছক কষেছিল এক যুবক। অবশেষে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম তাকে গ্রেফতার করল। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ট্রান্সপোর্ট বাজার এলাকা থেকে আটক করা হয় বিশ্বজিৎ বিশ্বাস নামে ওই অভিযুক্তকে। তিনি কলকাতার বিধাননগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কিছুদিন আগে ট্রেনে করে কলকাতা থেকে আলিপুরদুয়ারে আসে বিশ্বজিৎ। শহরের একটি নামী হোটেলে নিজের পরিচয় দেয় দীপব্রত চক্রবর্তী নামে। ঠিকানাও জানায় সাউথ সল্টলেক সেক্টর ১। পরিচয়পত্র হিসেবে হোটেলে জমা করে ভুয়ো আধার ও ভোটার কার্ড। শুধু তাই নয়, নিজেকে সেন্ট্রাল আইবি-র ডাইরেক্টর পদমর্যাদার আইপিএস অফিসার হিসেবেও দাবি করে।

এরপর থেকেই এলাকার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা শুরু করে সে। কথাবার্তায় নিজের পরিচয় দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও, তার আচরণে অসঙ্গতি চোখে পড়ে কয়েকজনের। তাঁদের মধ্যেই কেউ বিষয়টি জানিয়ে দেন আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিমকে। পুলিশও গোপনে খোঁজখবর নিতে শুরু করে।

আরও পড়ুন

বৃহস্পতিবার রাতে খবর আসে, অভিযুক্ত ব্যক্তি কোর্ট ট্রান্সপোর্ট বাজার এলাকায় কারও সঙ্গে দেখা করতে যাবে। আগে থেকেই ওঁত পেতে বসে থাকে পুলিশ। ঠিক সময়েই সেখানে পৌঁছে যায় বিশ্বজিৎ। মুহূর্তে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো আধার কার্ড, এপিক কার্ড এবং মোবাইলে আইপিএস পরিচয়পত্রের নকল কপি। সব প্রমাণ হাতে পাওয়ার পরেই গ্রেফতার করা হয় তাকে।

 

Read more!
Advertisement
Advertisement