Advertisement

Malda Crime News: কালিয়াচকে বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় খুন ছেলে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মায়ের

বাবার বিবাহ বর্হিভুত সম্পর্কের প্রতিবাদ করায় ছেলেকে শ্বাসরোধ করে প্রাণে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকে। আর এই ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নাকি নিচ্ছে না বলে অভিযোগ। তাই অভিযুক্তরা হুমকি দিচ্ছে মৃতের মা ও তাঁর পরিবারক। পুরো ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবার। কাঠগড়ায় মালদার কালিয়াচক থানার পুলিশ। তাই বিচার পেতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।

কালিয়াচকে বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় খুন ছেলে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মায়েরকালিয়াচকে বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় খুন ছেলে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মায়ের
অহনা চট্টোপাধ্যায়
  • কালিয়াচক,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 11:10 AM IST

বাবার বিবাহ বর্হিভুত সম্পর্কের প্রতিবাদ করায় ছেলেকে শ্বাসরোধ করে প্রাণে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকে। আর এই ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নাকি নিচ্ছে না বলে অভিযোগ। তাই অভিযুক্তরা হুমকি দিচ্ছে মৃতের মা ও তাঁর পরিবারক। পুরো ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবার। কাঠগড়ায় মালদার কালিয়াচক থানার পুলিশ। তাই বিচার পেতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।  

গত ১৬ ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থানার মোজামপুরে রাজ মোমিন নামে এক যুবকের রহস্য মৃত্যু হয়। রাজ মোমিনের মামার বাড়ির সদস্যরা খুনের অভিযোগ তুলে কালিয়াচক থানায় দারস্থ হন।লিখিত অভিযোগ করা হয় কালিয়াচক থানায়। অভিযোগ রাজ মোমিনের বাবা সরফরাজ মোমিনসহ তাঁর ভাইরা শ্বাসরোধ করে খুন করেছে ছেলেকে। 

বাবা সরফরাজের দ্বিতীয় বিয়েতে আপত্তি করেছিল রাজ মোমিন। প্রতিবাদ করেছিল সে। তাই প্রাণে শেষ করা হয় রাজ মোমিনকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এমন অভিযোগের পরও কালিয়াচক থানার পুলিশ নিস্ক্রিয়। অভিযুক্ত সরফরাজসহ তাঁর ভাইদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ বলেই অভিযোগ। এখানেই শেষ নয়, উল্টে রাজ মোমিনের মামার বাড়ির সদস্যদের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাই কালিয়াচক থানার পুলিশের গাফিলতির অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন রাজ মোমিনের মামার বাড়ির সদস্যরা। 

উল্লেখ্য, সরফরাজের সঙ্গে মৃত যুবক রাজ মোমিনের মার প্রায় ১৪ বছর হল বিচ্ছে দ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল না। তাই মৃত যুবক রাজ মোমিনের মা বাপের বাড়িতে থাকতেন। মায়ের সঙ্গে রাজ মোমিনও থাকত মামার বাড়িতে। মাঝে মাঝে  রাজ মোমিন বাবার বাড়ি যেত। এই ঘটনার পর মৃত যুবকের মা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, কালিয়াচক থানা এবং জেলা পুলিশ টাকা না পেলে কোথাও যায় না। এমনকি মানুষ থানায় অভিযোগ নিয়ে গেলে বলে গাড়ির তেল ভরে দিতে বলে।  একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। সাধারন মানুষ অপারক, পুলিশের বিরুদ্ধে কিছু বলতে পারে না।  অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু বলেন, পুলিশ সুপারের কাছে অভিযোগ হয়েছে যখন নিশ্চয়ই ব্যবস্থা হবে। আমাদের পুলিশ সুপার অত্যন্ত অ্যাক্টিভ। বাংলায় আইনের সুশাসন রয়েছে, অবশ্য দোষীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। পুলিশকে তদন্তের সময় দিতে হবে।

Advertisement


সংবাদদাতা- মিল্টন পাল

Read more!
Advertisement
Advertisement