Advertisement

গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি, জখম ২

শুনানি শেষ হওয়ার পরে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে যাচ্ছিল পুলিশ। গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ভ্যান পৌঁছতেই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। তাতে দুই পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য।

গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি, জখম ২গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি, জখম ২
Aajtak Bangla
  • ইসলামপুর,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 6:10 PM IST
  • নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জখম হয়েছেন
  • তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

আদালত থেকে দুই অভিযুক্তকে নিয়ে জেলে ফেরার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন দুই পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার বিকেলে রায়গঞ্জ ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল একটি অপরাধের মামলায় অভিযুক্ত দুই আসামিকে।

শুনানি শেষ হওয়ার পরে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে যাচ্ছিল পুলিশ। গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ভ্যান পৌঁছতেই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। তাতে দুই পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য।

কে বা কারা গুলি চালিয়েছে, এখনও জানা যায়নি। দুই অভিযুক্ত পুলিশের ভ্যান থেকে পালিয়েছে কি না তাও জানা যাচ্ছে না। জানা গিয়েছে গুলি চালিয়ে অভিযুক্তদের ছিনতাই করার চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও পুলিশের তরফে এনিয়ে কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement