Advertisement

D Company Threat Krishnendu Choudhury: '২০ লক্ষ টাকা না দিলে...' D-কোম্পানির হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে? চাঞ্চল্য

D Company Threat Krishnendu Choudhury:

'২০ লক্ষ না দিলে....' মালদার প্রাক্তন মন্ত্রীকে ডি-কোম্পানির হুমকি? তোলপাড় রাজ্য'২০ লক্ষ না দিলে....' মালদার প্রাক্তন মন্ত্রীকে ডি-কোম্পানির হুমকি? তোলপাড় রাজ্য
Aajtak Bangla
  • মালদা,
  • 21 Feb 2025,
  • अपडेटेड 4:25 PM IST

D Company Threat Krishnendu Choudhury:মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির হুমকি? এমনটাই অভিযাগে উত্তাল হয়ে উঠেছে মালদা তথা রাজ্য রাজনীতি। ২০ লক্ষ টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারকে সপরিবারে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে ফোন করে বলে কৃষ্ণেন্দুবাবু জানিয়েছেন।

অভিযোগে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রথম মেসেজ করে টাকার দাবি জানানো হয়। মেসেজে বলা হয়, "শুক্রবার সকালে ১০টা থেকে ১২টা পর্যন্ত ২০ লক্ষ টাকা দিতে হবে আপনাকে। নাহলে তোমাকে আর তোমার পরিবারের লোকেদের গুলি করে দেব।" কিন্তু মেসেজ খেয়াল করেননি বলে জানান কৃষ্ণেন্দুবাবু। তাঁর দাবি, এরপর শুক্রবার সকালে তাঁকে অজানা নম্বর থেকে একজন ফোন করে হিন্দিতে হুমকির সুরে বলে, "ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি, মেসেজ করেছিলাম, দেখেননি? মোদ্দা কথা ২০ পেটি দিতে হবে। না হলে তুমি ও তোমার পরিবার, পরিণতি কী হবে ভেবে নিও, আগামীকাল সকালে রেডি থেকো।" কোথায় কীভাবে টাকা দিতে হবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পালটা তা জানতে চাইলে অবশ্য পরিষ্কার কোনও জবাব আসেনি।

ফোনের অডিও রেকর্ডও প্রকাশ্যে এনেছেন কৃষ্ণেন্দুবাবু। পুলিশকে গোটা ঘটনা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুলিশও দ্রুত তদন্ত শুরু করেছে। কৃষ্ণেন্দু জানান, তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

আরও পড়ুন

কিছুদিন আগেই ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলাকে পিছু ধাওয়া করে দোকানে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওই ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী হিসেবে পুলিশ তৃণমূল কংগ্রেসেরই মালদা শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়। তারপর দলেরই মধ্যে এক যুব নেতাকে মারধরের অভিযোগ ওঠে। এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সপরিবার প্রাণনাশের হুমকি দেওয়ায় শহরজুড়ে ফের একবার আতঙ্ক ছড়িয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement