Potato Bond Malda: আগামী ১ মার্চ থেকে মালদার হিমঘরগুলি থেকে আলুর বন্ড বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মালদা জেলা প্রশাসন ও হিমঘর মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে আলু মজুত শুরু করতে ফেব্রুয়ারি মাস থেকেই উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। কৃষকদের মধ্যে বন্ড বিলির আগেই কুপন বিতরণ করা হয়েছে।
বর্তমানে মালদা জেলায় জোরকদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। আগামী কয়েকদিনের মধ্যেই বন্ড বিলি সম্পন্ন হলেই শুরু হবে আলু মজুতের কাজ। তাই এখন থেকেই সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।এই বছর বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের জন্য বন্ড বিলির অভিনব উদ্যোগ নিয়েছে মালদা জেলা প্রশাসন। এবছর হিমঘরগুলির ৩০ শতাংশ বন্ড জেলা প্রশাসনের মাধ্যমে বিলি করা হবে।
কীভাবে আবেদন?
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা স্থানীয় ব্লক প্রশাসন বা ব্লকে অবস্থিত সহ কৃষি দপ্তরের আলুর বন্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রশাসনের তরফে আবেদনের ভিত্তিতে ক্ষুদ্র আলুচাষিদের বন্ড বিলি করা হবে। চলতি মরশুমে মালদা জেলায় প্রায় দশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। জেলার পুরাতন মালদা, গাজোল ব্লকে সবচেয়ে বেশি আলু চাষ হয়। এছাড়াও হবিবপুর, বামনগোলা, রতুয়া সহ অন্য ব্লকগুলিতেও আলু চাষ হয়ে থাকে। মালদায় সরকারি ও বেসরকারি মিলে মোট ১৬টি হিমঘর রয়েছে।
প্রান্তিক চাষিদের কাছ থেকে আলু (Potato) কেনার জন্য এবার সরকারিভাবে বেশকিছু পরিবর্তন আনছে রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বছর একজন কৃষক ৭০ বস্তা করে আলু মজুত করতে পারবেন হিমঘরে। অর্থাৎ একজন কৃষক সর্বোচ্চ ৩৫ কুইন্টাল আলু মজুত করতে পারবেন। গতবছর পর্যন্ত একজন কৃষক সর্বোচ্চ ৫০ বস্তা আলু হিমঘরে মজুত করতে পারতেন। চলতি মরশুমে মালদা জেলায় আলুর ফলন ভালো হয়েছে। এখন থেকেই জেলায় শুরু হয়েছে আলু তোলার কাজ।