Advertisement

Gangarampur Student Suicide: গঙ্গারামপুরে মায়ের বকুনি সইতে না পেরে 'আত্মঘাতী' অষ্টম শ্রেণির ছাত্রী

Gangarampur Student Suicide: মাত্র একটি জেদের কারণে অভিমানে জীবন শেষ করল ১৪ বছরের এক ছাত্রী। মায়ের বকাবকিতে কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

মায়ের বকুনি সইতে না পেরে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী, শোক গঙ্গারামপুরেমায়ের বকুনি সইতে না পেরে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী, শোক গঙ্গারামপুরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 4:01 PM IST

Gangarampur Student Suicide: গঙ্গারামপুরে মায়ের বকাবকির পর অভিমানে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির ছাত্রী সাহানা খাতুন (১৪)। বুধবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাহানার মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা গচিয়ার গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাইবোনের মধ্যে সাহানা ছিল সবচেয়ে ছোট। ঘটনার দিন সাহানার দিদি যাচ্ছিল পিসির বাড়ি। সেও সঙ্গে যেতে চাইলেও মা না করে দেন ও বকাবকি করেন। অভিমানে নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দেয় সাহানা। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার দাদা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সাহানার আত্মীয় আবু তালেব মিয়া বলেন, “ও খুব ভালো ছাত্রী ছিল। দিদির সঙ্গে যেতে না দেওয়ায় এই ঘটনা ঘটবে বুঝিনি। পুরো পরিবার শোকস্তব্ধ।”

আরও পড়ুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা সরকার বলেন, “ছাত্রছাত্রীরা এখন অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার প্রভাবেও সমস্যা বাড়ছে। বাবা-মা সামান্য কিছু বললেই এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। এটা অত্যন্ত ভয়ঙ্কর।”
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement