Advertisement

Gazole Newborn Baby Rescued: ভুট্টা খেতের পাশে চেয়ারে সদ্যোজাত! গাজোলে কন্যাশিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Gazole Newborn Baby Rescued: চেয়ারের উপর রেখে দেওয়া হয়েছিল সদ্যোজাত কন্যাশিশুকে! গাজোলের মাসিমপুরে পুকুরপাড়ে এমন ঘটনা দেখে হতবাক স্থানীয়রা। উদ্ধার না হলে শেয়াল-কুকুরের গ্রাস হতে পারত বলেই মনে করছেন চিকিৎসকরা।

ভুট্টা খেতের পাশে চেয়ারে সদ্যোজাত! গাজোলে কন্যাশিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য।  প্রতীকী ছবিভুট্টা খেতের পাশে চেয়ারে সদ্যোজাত! গাজোলে কন্যাশিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • গাজল (মালদা),
  • 24 May 2025,
  • अपडेटेड 3:33 AM IST

Gazole Newborn Baby Rescued: গাজোলে চেয়ারের উপর সদ্যোজাত কন্যাশিশু! রাতের অন্ধকারে উদ্ধার না হলে ঘটতে পারত বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে গাজোলের মাসিমপুর গ্রামে ভুট্টার খেতের পাশে এক চেয়ারের উপর সদ্যোজাত কন্যা সন্তানকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় পুকুর মালিক গোরু আনতে গিয়ে ওই শিশুকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে আসেন। শিশুটি তখন জীবিত এবং সুস্থ ছিল। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

ডাক্তার অঞ্জন রায় জানান, শিশুটির ওজন ২.৩ কেজি এবং সে সম্পূর্ণ সুস্থ। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঘটনাটি সামনে আসতেই এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এটি হয়তো কোনও অবিবাহিত মায়ের সন্তান অথবা কন্যাসন্তান বলে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছে। ডাক্তার রায় বলেন, “শিশুটিকে যদি উদ্ধার না করা হতো, তাহলে শেয়াল-কুকুরে ছিঁড়ে খেতে পারত। এটা চূড়ান্ত অমানবিক কাজ।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অমানবিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা শিশুটিকে ওই স্থানে ফেলে গেল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement