Advertisement

Lokesabha Election 2024: রাজুর পক্ষে সওয়াল পাহাড়ে সহযোগী GNLF-এর, প্রার্থী দিতে দেরিতে ক্ষোভ বিজেপির

Lokesabha Election 2024: এদিন শহর শিলিগুড়ির চার্চ রোড এলাকায় বিজেপির তরফে দেওয়াল লিখন কর্মসূচি চলে। দেওয়াল লিখনের মাধ্যমে তৃতীয়বার মোদী সরকারের উত্থানের কথা তুলে ধরা হয়। বিজেপির জয় নিয়ে আশাবাদী বিস্তা এদিন অবশ্য নিজের প্রার্থী পদ নিয়ে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি তিনি। 

দার্জিলিংয়ে রাজুর পক্ষে সওয়াল GNLF-এর, প্রার্থী নিয়ে ঢিলেমিতে ক্ষোভ
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 15 Mar 2024,
  • अपडेटेड 6:03 PM IST

Lokesabha Election 2024: বিজেপি এখনও দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়নি। এতে ক্ষুব্ধ কেন্দ্রে বিজেপির সহযোগী জিএনএলফ। প্রার্থী দিতে দেরি হওয়াতে তারা অলআউট প্রচারে নামতে পারছেন না। এতে ক্ষোভ দানা বাঁধছে তাদের মধ্যে। যত দিন যাচ্ছে তাঁরা পিছিয়ে পড়ছেন ও প্রাসঙ্গিকতা হারাচ্ছেন বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি প্রার্থী নিয়ে গড়িমসিও তাঁরা ভালভাবে নিচ্ছেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি দ্রুত প্রার্থী দেওয়া হোক। আর তাঁদের আস্থা যে রাজু বিস্তাতেই সেটাও মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।

GNLF আবারও রাজু বিস্তাকে দার্জিলিং থেকে সাংসদ প্রার্থীর দাবি করেছে, তারা বিজেপি নির্বাচন কমিটির প্রতি ক্ষুব্ধ, কারণ দ্বিতীয় তালিকায় দার্জিলিং প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি। এতদিন চুপ থাকলেও শুক্রবার GNLF দল, যাঁরা জোট এবং এনডিএ-র পার্টনার হিসেবে দার্জিলিং হিলস থেকে রাজু বিস্তার পক্ষে দাবি জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। তাঁরা যে রাজুবাবুকেই ফের সাংসদ পদে প্রার্থী চান, সেই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জিএনএলএফ পার্টির মুখপাত্র সন্দীপ লিম্বু।

কী বলছেন সন্দীপ?

জিএনএলফ মুখপাত্র বলেন, "আমরা GNLF দল বিজেপির নির্বাচন কমিটির প্রতি ক্ষুব্ধ। কারণ প্রার্থীর দ্বিতীয় তালিকায় দার্জিলিং আসনের নাম ছিল না। আর আমরা (জিএনএলএফ) এর তরফ থেকে রাজু বিস্তাকে আবারও দার্জিলিং আসনের প্রার্থী করার দাবি জানাচ্ছি।" রাজু বিস্তা দার্জিলিং পাহাড় এমনকী সমতল ভূমির জন্য অনেক কিছু করেছেন এবং তিনিও দার্জিলিং আসন থেকে লড়তে চান এবং দ্বিতীয়বার তিনি এলাকার জন্য কাজ করতে চান। তাঁর দাবি, এবং বিজেপি নির্বাচন কমিটির এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং জিএনএলএফ পার্টিও রাজু বিস্তাকে সম্পূর্ণ সমর্থন করবে। ২০১৯ সালে রাজু বিস্তা দার্জিলিং আসনে জয়লাভ করেছিলেন। সেই সময় গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ এবং সিপিআরএম (GJM, GNLF, CPRM) বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিল।

Advertisement

২০০৯ সাল থেকে পাহাড়বাসীকে নতুন প্রার্থী উপহার দিয়েছে বিজেপি। ২০০৯ সালে যশবন্ত সিনহা, ২০১৪ সালে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, ২০১৯ সালে রাজু বিস্তা। প্রতি বছরই প্রার্থী বদলে দেওয়া হয়েছে। ২০২৪ সালের দোরগোড়ায় দাঁড়িয়েও বিজেপি সেই পথেই হাঁটতে চলেছে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলস্বরূপ, এবারে রাজু বিস্তার বদলে অন্য প্রার্থী দেওয়া হতে পারে বলে মনে করছে জেলা বিজেপির একাংশ।

সেই প্রার্থী অবশ্য তৈরি রয়েছে। প্রার্থী বদল হলে যে নামটি পাহাড়ে ভাসছে, সেটি হল প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলা। আমেরিকা-থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত থেকে শুরু করে দেশের বিদেশ সচিব, ২০২৩ সালে জি ২০ সম্মেলনের প্রধান, একাধিক শীর্ষ স্থানীয় পদে ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। মোদী ঘনিষ্ঠ এই আমলাকেই এবার প্রার্থী হিসেবে বেছে নিতে পারে বিজেপি। এমনটাই রটেছে বিজেপির জেলা নেতৃত্বের অন্দরে। তিনি অবশ্য শিলিগুড়িতে সোস্যাল অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছেন। পাড়ায় পাড়ায় ঘুরছেন হর্ষবর্ধনবাবু। এখন কাকে শেষমেষ প্রার্থী করা হয়, তা খুব দ্রুত জানা যাবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement