Governor CV Anadna Bose At Malda: কেউ ছেলে হারিয়েছেন, কেউ বাবা কিংবা কেউ সন্তান, কেউ বা দাদা। শুক্রবার মিজোরামে নির্মীয়মান ব্রিজ ভেঙে মৃত মালদার একাধিক যুবকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পাশাপাশি রেলের তরফে দেওয়া ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। দু'পয়সা বাড়তি রোজগারের আশায় মিজোরামে গিয়েছিলেন ওই পরিবারগুলি থেকে যুবকরা। নির্মীয়মান ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। শুক্রবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের সামনেই কান্নায় ভেঙে পড়েন অনেকে।
এদিন রেলের তরফে দেওয়া প্রত্যেককে সাড়ে ৯ লক্ষ টাকার চেক ও ৫০ হাজার নগদ টাকা রাজ্যপাল মৃতদের পরিজনদের হাতে তুলে দেন। তবে এখনই রাজভবনের তরফ থেকে কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি তিনি। এদিন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু যান্ত্রিক কিছু গোলযোগের কারণে অন্য একটি ট্রেনে বেলা প্রায় সাড়ে ১১টার পর মালদা টাউন স্টেশনে পৌঁছান রাজ্যপাল। সেখানে বিশ্রামাগারে কিছুক্ষণ সময় কাটিয়ে রতুয়ার উদ্দেশে রওনা দেন। রাজ্যপালের সঙ্গে মালদা টাউন স্টেশনে দেখা করতে আসেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্র রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। কৌস্তববাবুদের দাবি, রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ অনেক কম। এ নিয়ে রাজ্যপাল বলেন, ‘মিজোরামে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে, কথা বলে ক্ষতিপূরণের অংক নিয়ে সঠিক জায়গায় পৌঁছোনো যাবে।’
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও রাজ্য়পাল ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। তিনি বলেন, কোনও ক্ষতিপূরণ মানুষের জীবনের সমান হতে পারে না। ‘মিজোরামে দুর্ঘটনায় শ্রমিক ভাইদের মৃত্যু দুঃখজনক ঘটনা। রেল নিহত শ্রমিকদের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্পবিস্তর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। রাজ্য সরকারও ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। তবে কোনও ক্ষতিপূরণ মানুষের জীবনের সমান হতে পারে না।’ পাশাপাশি তিনি জানান, কোনও রাজ্যে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, পরিযায়ী শ্রমিকদের জন্য কী করলে ভালো হয়, তাঁরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘পুরো বাংলা দুঃখিত। আমার ভাইয়েরা আমাদের ছেড়ে স্বর্গে ভগবানের কাছে গিয়েছেন। আমরা তাঁদের পরিবারের পাশে থাকব।’