Advertisement

Groom Ran Away After Taking Dowry: বিয়ের ঠিকঠাক, পণের টাকা পেতেই পালিয়ে গেল বর, অভিনব প্রতারণা রায়গঞ্জে

Groom Ran Away After Taking Dowry: পণের টাকা নিয়ে উধাও হবু বর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায়। বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় হবু বর সোলেমান আলি, তার মা সালেমা খাতুন সহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

বিয়ের ঠিকঠাক, পণের টাকা পেতেই পালিয়ে গেল বর, অভিনব প্রতারণা রায়গঞ্জেবিয়ের ঠিকঠাক, পণের টাকা পেতেই পালিয়ে গেল বর, অভিনব প্রতারণা রায়গঞ্জে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2023,
  • अपडेटेड 12:13 AM IST
  • বিয়ের ঠিকঠাক
  • পণের টাকা পেতেই পালিয়ে গেল বর,
  • অভিনব প্রতারণা রায়গঞ্জে

Groom Ran Away After Taking Dowry: বিয়ের সব ঠিকঠাক। তারিখও নির্ধারিত করা হয়েছে। কথাবার্তা পাকা। কনেপক্ষের তরফে নেমন্তন্ন করা শুরু হয়ে গিয়েছিল। পাশাপাশি সব রকম প্রস্তুতি নেওয়া সারা হয়ে গিয়েছিল। এর মধ্যে চলছিল দেনা-পাওনার কথাও। কনেপক্ষ রাজিও হয়ে গেলেন। আর সেখানেই ঘটল বিপত্তি। পণের টাকা পেয়েই পালিয়ে গেল বর। ঘটনায় হতবাক কনেপক্ষ। হতবাক গোটা গ্রামষ এ কেমন প্রতারণা?

পণের টাকা নিয়ে উধাও হবু বর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায়। বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় হবু বর সোলেমান আলি, তার মা সালেমা খাতুন সহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইয়াস নারা খাতুন ওরফে পিংকি খাতুনের সঙ্গে সোলেমান আলির বিয়ে ঠিক হয়। পণ বাবদ এক লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়। চলতি মাসের ১০ তারিখ বিয়ের কথা ছিল। কিন্তু তার আগে হবু বর সোলেমান টাকা নিয়ে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে।

বুধবার এ নিয়ে গ্রামে প্রধান ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে সালিশি সভাও হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হবু বরের পরিবারের বক্তব্য, ৩ লক্ষ টাকা না দিলে এই বিয়ে হবে না। এরপর মেয়ে পক্ষকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন প্রধান ও পঞ্চায়েত সদস্য। এদিন দুপুরে হবু বর সহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্তরা পলাতক।

এ প্রসঙ্গে মেয়ের মা গুলবাহার খাতুন সংবাদমাধ্যমকে জানান, কষ্ট করে টাকা জোগাড় করে ছেলে পক্ষকে ৬ মাস আগে এক লক্ষ ৪০ হাজার টাকা দিই। কিন্তু বিয়ের তিন দিন আগে বলছে, আরও এক লক্ষ ৬০ হাজার টাকা লাগবে। হবু জামাই ভিন রাজ্যে পালিয়েছে।’ স্থানীয় পঞ্চায়েত সদস্য মামুদ আলি বলেন, ‘আমরা মেয়ের পরিবারের পাশে আমি রয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ।’

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement