Advertisement

শিলিগুড়িতে স্ত্রীর ভুয়ো প্রোফাইল খুলে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট! অভিযুক্ত স্বামী

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই তরুণীর পেশাকে কেন্দ্র করে স্বামী সন্দেহ করতে শুরু করেন। তিনি বারে কাজ করতেন, যা প্রথম থেকেই মেনে নিতে পারেননি তাঁর স্বামী। সেই থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।

শিলিগুড়িতে স্ত্রীর ভুয়ো প্রোফাইল খুলে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধেশিলিগুড়িতে স্ত্রীর ভুয়ো প্রোফাইল খুলে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 7:55 PM IST

যার উপর নিজের সব ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত ছিলেন, তার কাছেই প্রতারিত হতে হল। নিজের স্বামীই দিলেন জীবনে চরমতম ধোঁকা। শিলিগুড়ির এক তরুণীর জীবনে ঘনিয়ে এসেছে তিক্ত অভিজ্ঞতা। স্বামীর বিরুদ্ধে তাঁর ছবি ও ভিডিও বিকৃত করে ভুয়ো প্রোফাইলে ছড়ানোর অভিযোগ জানালেন তিনি। সোমবার রাতে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় স্বামী এবং এক তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই তরুণীর পেশাকে কেন্দ্র করে স্বামী সন্দেহ করতে শুরু করেন। তিনি বারে কাজ করতেন, যা প্রথম থেকেই মেনে নিতে পারেননি তাঁর স্বামী। সেই থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় প্রায় ছ’মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নেন তরুণী।

তবে সেখানেও শেষ রক্ষা হয়নি। অভিযোগ, তরুণীকে নিয়মিত হোয়াটসঅ্যাপে কটূ কথা, অশ্লীল বার্তা পাঠাতে থাকেন তাঁর স্বামী। গত মাসের শেষ দিকে ফেসবুকে ঘাঁটাঘাঁটির সময় হঠাৎই নজরে আসে নিজের নামে খোলা একটি ভুয়ো প্রোফাইল। সেখানে দেওয়া হয়েছে তাঁর ছবি এবং বিকৃত করা ভিডিও। তরুণীর দাবি, স্বামীর ফোনে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিওগুলোই এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

আরও পড়ুন

আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই কাজের জন্য স্বামী তাঁর হায়দরপাড়ার এক বন্ধুকে দিয়ে ছবি ও ভিডিও সম্পাদনা করাচ্ছেন। তারপর সেগুলি ছড়ানো হচ্ছে ভুয়ো প্রোফাইলের মাধ্যমে। তরুণীর কথায়, "স্বামী যে এমন কিছু করতে পারে, তা কখনও কল্পনাও করিনি। আমাকে বদনাম করার জন্যই ও এই কাজ করছে।"

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী এবং তাঁর বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে সাইবার ক্রাইম থানার আধিকারিকরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement