
Road Repair Protest Islampur: উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রিঙ্কুয়া এলাকায় সোমবার সকালেই উত্তেজনা ছড়াল বেহাল রাস্তা ঘিরে। দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনও ফল না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে রাস্তায় বসেন তাঁরা। ফলে এলাকায় সাময়িকভাবে যানজট তৈরি হয়। পরে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনপুল থেকে মাটিকুন্ডা পর্যন্ত প্রায় ষোলো কিলোমিটার রাস্তা বহু দিন ধরেই ভয়াবহভাবে নষ্ট। দেড় বছর আগে মেরামত শুরু হলেও মাঝপথেই কাজ থেমে যায়। গর্ত, ধুলো ও ভাঙাচোরা অংশে ভরা রাস্তায় প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করতে বাধ্য। দুর্ঘটনাও লেগেই রয়েছে। অভিযোগ, বহুবার স্থানীয় নেতা, ঠিকাদার ও বিডিওকে সমস্যার কথা জানানো হলেও কোনও সুরাহা হয়নি।
অবরোধ চলার মধ্যেই নতুন বিপত্তি। একটি টোটো গভীর গর্তে পড়ে উলটে যায়। যানটি প্রায় ভেঙেচুরে যায় এবং চালক গুরুতর আহত হন। এই ঘটনাই আরও উত্তপ্ত করে তোলে পরিবেশ। পরে পুলিশ দ্রুত আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত কাজ শুরু না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।
এদিকে, উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই PWD দপ্তর খতিয়ে দেখছে। এক ঠিকাদার সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর কথায়, কাজ ঢিমে তালে চললে তিনিই PWD–এর বিরুদ্ধে পথে নামবেন।