Jalpaiguri Minor Abuse: জলপাইগুড়ির এক গ্রামে নাবালিকাকে মিষ্টির লোভ দেখিয়ে যৌন নিগ্রহের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণধোলাইয়ের পর থানায় অভিযোগ, অভিযুক্তকে পক্সো আদালতে পেশ করে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে জলপাইগুড়ির সদর ব্লকের এক গ্রামে এক প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মহিলা থানার পুলিশ। এলাকার বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি মিষ্টি খাওয়ানোর নাম করে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করত।
গত মঙ্গলবার, শিশুটির বাবা-মা কাজে বেরিয়ে গেলে অভিযুক্ত ফের তাকে ডেকে অনৈতিক কাজ করতে গেলে প্রতিবেশীরা ঘটনাটি দেখে ফেলেন। এরপর তারা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা রুজু করা হয়।
পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তকে জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিশু সুরক্ষা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও বেড়েছে।