Advertisement

Kaliachak murder case Death Sentence: বাবা-মা-ঠাকুরমা-বোনকে নৃশংস খুন! ফাঁসির সাজা কালিয়াচকের যুবকের

২০২১ সালে তোলপাড় ফেলে দেওয়া এক পারিবারিক হত্যাকাণ্ডে চারজনকে খুন করে বাড়ির ভিতরেই পুঁতে রেখেছিল ছেলে আসিফ। মালদা আদালতের রায়ে অবশেষে সেই 'গুণধর' সন্তানের ফাঁসি হল ঘোষণা। চারটি প্রাণ নৃশংসভাবে কেড়ে নেওয়ার বদলা পেল বিচার—হাড় হিম করা সেই রাতের প্রতিফলন মিলল আদালতে।

বাবা-মা-ঠাকুরমা-বোনকে নৃশংস খুন! ফাঁসির সাজা কালিয়াচকের যুবকেরবাবা-মা-ঠাকুরমা-বোনকে নৃশংস খুন! ফাঁসির সাজা কালিয়াচকের যুবকের
Aajtak Bangla
  • কালিয়াচক,
  • 18 May 2025,
  • अपडेटेड 3:08 AM IST

Kaliachak murder case Death Sentence: ২০২১ সালের ১৯ জুন মালদার কালিয়াচকে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। আসিফ মহম্মদ নামের এক যুবক ঠান্ডা মাথায় খুন করেছিল নিজের বাবা, মা, বোন এবং ঠাকুরমাকে। চারটি দেহ পুঁতে রাখা হয়েছিল বাড়ির মধ্যেই, এবং সেই বাড়িতেই পরবর্তী প্রায় চার মাস ধরে একা বসবাস করেছিল খুনি।

ঘটনার চার বছর পর শনিবার মালদা জেলা আদালতের বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সাজা ঘোষণা করেন। শুক্রবার আসিফকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রশ্ন ছিল—জীবনভর জেল না কি মৃত্যুদণ্ড? অবশেষে রায়ে ফাঁসি ঘোষিত হল।

সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, আইপিসি ২০১ ধারায় প্রমাণ লোপাটের জন্য ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ২ মাসের জেল)।আইপিসি ৩০৭ ধারায় হত্যা প্রচেষ্টায় ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ২ মাস)। আইপিসি ৩০২ ধারায় চারটি খুনের জন্য মৃত্যুদণ্ড।

আরও পড়ুন

দণ্ড ঘোষণার সময় আসিফের মুখভঙ্গি বা শরীরী ভাষায় কোনও পরিবর্তন দেখা যায়নি বলে জানান আদালতকর্মীরা। বরং রায় শোনার পরও সে ছিল নিস্পৃহ। এই রায়কে অনেকেই বলছেন 'উপযুক্ত বিচার'। একজন মানুষ কীভাবে নিজের সমস্ত পরিবারকে নৃশংসভাবে হত্যা করতে পারে, তা আজও ভাবিয়ে তোলে সমাজকে। তবে এই রায়ের মাধ্যমে ন্যায় পেল চারটি নিরপরাধ প্রাণের মৃত্যু।
 

 

Read more!
Advertisement
Advertisement