Advertisement

Kalipuja 2023: কল্যাণীর 'লিসবোয়া'য় সাজছে উত্তরবঙ্গের কালীপুজোর মণ্ডপ, কত টাকায় রফা?

Kalipuja 2023: চিনের গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে মণ্ডপ করে নদীয়ার কল্যাণী গোটা রাজ্যের তথা দেশের নজর কেড়েছে। এবার শিলিগুড়িতে কতটা আকর্ষণ কুড়োয় পুজোটি তা দেখার। কালীপুজোর মন্ডপসজ্জা করে শহর শিলিগুড়িবাসীর নজর কাড়তে চলেছে শিলিগুড়ির তরুণ সংঘ।

কল্য়াণী কাঁপিয়ে এবার শিলিগুড়ি, কালীপুজোয় মণ্ডপসজ্জায় হাজির সেই 'গ্র্যান্ড লিসবোয়া'কল্য়াণী কাঁপিয়ে এবার শিলিগুড়ি, কালীপুজোয় মণ্ডপসজ্জায় হাজির সেই 'গ্র্যান্ড লিসবোয়া'
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 03 Nov 2023,
  • अपडेटेड 6:23 PM IST

kalipuja 2023: কল্যাণী মাতিয়ে এবার শিলিগুড়ি। চিনের ম্যাকাও এর গ্র্যান্ড লিসবোয়া হোটেল এবার শিলিগুড়িতে। কালীপুজোয় রাজ্যের বাণিজ্যনগরীর পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। মেতে উঠেছে শহরের কালীপুজো করা ক্লাবগুলি। উত্তরবঙ্গের অন্যতম সেরার মধ্যে থাকে শিলিগুড়ির হাকিমপাড়ার তরুণ সঙ্ঘ। যেটি শহরবাসীর কাছে বেশি পরিচিত টিএস ক্লাব নামে। তাঁদের উদ্যোগেই এবার শিলিগুড়িতে হাজির গ্র্যান্ড লিসবোয়া।

তাদের পুজোর এবার ৬৯-তম বর্ষ। চিনের গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে মণ্ডপ করে নদীয়ার কল্যাণী গোটা রাজ্যের তথা দেশের নজর কেড়েছে। এবার শিলিগুড়িতে কতটা আকর্ষণ কুড়োয় পুজোটি তা দেখার। কালীপুজোর মন্ডপসজ্জা করে শহর শিলিগুড়িবাসীর নজর কাড়তে চলেছে শিলিগুড়ির তরুণ সংঘ। এবারের দুর্গাপুজোর কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের অন্যতম সেরা আকর্ষণ ছিল চিনের ম্যাকাও এলাকার গ্র্যান্ড লিসবোয়া হোটেল সেই লুমিনাস ক্লাবের মন্ডপ টিকেই কালীপুজোর থিম হিসেবে শিলিগুড়িবাসীকে উপহার দিতে চলেছে শিলিগুড়ির তরুণ সংঘ। স্বাভাবিকভাবেই এ নিয়ে শহরবাসীর মধ্যে চাপা উত্তেজনা।

চিনের ম্যাকাও সংলগ্ন এলাকায় অবস্থিত ৪৭তলা এই গ্র্যান্ড লিসবোয়া হোটেলটি ২৬১ মিটার লম্বা ৮৫৬ ফিট চওড়া বেসমেন্ট। তারই অনুকরণে তৈরি হচ্ছে টাউন সংঘের কালীপুজোর মন্ডপ। কল্যানী থেকে আসা শিল্পীদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে চলছে মন্ডপসজ্জার শেষ মুহূর্তের কাজ। সমস্ত রকম পরিবেশ বান্ধব জিনিস মূলত বিভিন্ন রঙের কাঁচের টুকরো প্লাইবোর্ড এবং কাঠের ফ্রেম দিয়ে চলছে মন্ডপ সজ্জার কাজ। বরাবরই শিলিগুড়ির সেরা পুজোর তালিকায় নিজেদের জায়গা করে নেয় তরুণ সংঘের শ্যামা পুজো । এ বছরও তার কোনও বিকল্প নেই। তরুণ সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তাদের আশা প্রতিবছরের মতো এবছরও প্রচুর মানুষের ঢল নামবে এই পুজো প্রাঙ্গণে।

আরও পড়ুন

তরুণ সংঘের তরফে আয়োজকরা জানিয়েছেন, ‘আমরা বরাবরই শহরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। এ বছরও শিলিগুড়িবাসীকে চিনের বিখ্যাত গ্র্যান্ড লিসবোয়া তৈরি হচ্ছে। ৫১ লক্ষ টাকা বাজেট রয়েছে তাঁদের পুজোর। যদিও মণ্ডপটি কত টাকায় কেনা হয়েছে সেটি পরিষ্কার করেননি উদ্যোক্তারা। তবে তাঁদের আশা, করছি দর্শকদের চোখ ধাঁধানো মন্ডপ উপহার দিতে পারব।’এছাড়াও তিনি বলেন, ‘বয়স্কদের জন্য পুজো দেখার আলাদা নির্দিষ্ট লাইন থাকবে। প্রায় ৫০ জনের ওপর ক্লাবের ভলেন্টিয়ার থাকবে। এছাড়াও পুলিশ প্রশাসন তথা শিলিগুড়ি পুরনিগম সমস্ত রকম সহযোগিতা করছে।’ সবমিলিয়ে এবার তরুণ সংঘের পুজো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement