Advertisement

Law College: কসবার ছায়া কান্দিতেও, ল' কলেজে আক্রান্ত ২ ছাত্রী

আবারও খবরের শিরোনামে আইন কলেজ। দক্ষিণ কলকাতার পর এবার মুর্শিদাবাদে আইনের পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগ উঠল। জেলার কান্দিতে আইন কলেজে থ্রেট কালচারের অভিযোগ। কলেজের দখল কে নেবে এই নিয়ে বিবাদ, সংঘর্ষের আকার নেয়। আহত হন দুই কলেজ ছাত্রী। 

কান্দি ল কলেজকান্দি ল কলেজ
স্বপন কুমার মুখার্জি
  • কান্দি,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 3:07 PM IST

 আবারও খবরের শিরোনামে আইন কলেজ। দক্ষিণ কলকাতার পর এবার মুর্শিদাবাদে আইনের পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগ উঠল। জেলার কান্দিতে আইন কলেজে থ্রেট কালচারের অভিযোগ। কলেজের দখল কে নেবে এই নিয়ে বিবাদ, সংঘর্ষের আকার নেয়। আহত হন দুই কলেজ ছাত্রী। 

জানা গিয়েছে, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ‘ল’ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃনা মজুমদার, শুক্রবার দুপুরে কলেজে এসেছিল পরীক্ষার ফর্ম পূরণ করতে। সেই সময় বসে থাকাকালীন তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রীরা তারা এসে মারধর করে। অভিযোগ, সোমা শীল-সহ তার একজন বন্ধু মারধর করেছেন।

শুক্রবার, ১১ জুলাই দুপুরে কলেজ চত্বরেই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই আইন কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী, শুক্রবার দুপুরে কলেজে এসেছিলেন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে। ওই সময় তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রীরা এসে মারধর করে। অভিযোগ,  কলেজেরই তৃতীয় বর্ষের এক ছাত্রী-সহ তার একজন বন্ধু মিলে এই মারধর করেছে। 

আক্রান্ত তৃণার অভিযোগ, কান্দির রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ল-তে ব়্যাগিং করা হয়। বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে। আজকেও তার প্রতিবাদ করা হয়। আর সেই কারণেই কলেজের মধ্যেই মারধর করা হয়েছে। কলেজের কে দখল নেবে সেই নিয়েই মারধর করা হয়।

যদিও তৃতীয় বর্ষের অভিযুক্ত ছাত্রীর পাল্টা অভিযোগ, টিফিন করতে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করা হয়। এবং সেটার প্রতিবাদ করলেই বিনা কারণে মারধরের ঘটনা ঘটেছে। আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি ।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ সুচিস্মিতা নাগ। তিনি জানান, 'আমরা ঘটনার কথা শুনেছি। এই ধরনের ঘটনা কলেজ ঘটে থাকলে সেটা অবাঞ্ছানীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা চাইব পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।' যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

রিপোর্টারঃ সব্যসাচী ব্যানার্জি

Advertisement

Read more!
Advertisement
Advertisement