Advertisement

NH-10 Landslide Road Closed 2025: ফের ধসে ভোগান্তি, সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে

NH-10 Landslide Road Closed 2025: এই ধসের ফলে সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকল্প পথ হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

ফের ধসে ভোগান্তি, সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কেফের ধসে ভোগান্তি, সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে
Aajtak Bangla
  • কালিম্পং,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 11:20 PM IST

NH-10 Landslide Road Closed 2025: পাহাড় সমতলে প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিমের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। সিকিম-বাংলা সংযোগকারী এই জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের খবর মিলেছে। এবার ধস নেমেছে সিকিমের অংশে। সিকিম প্রশাসন সূত্রে খবর, বরদাং, সিংতামের পাশাপাশি ধস নেমেছে ২০ মাইলে। বৃষ্টি অব্যাহত থাকায় কখন ধসের মাটি-পাথর সরানোর কাজ শুরু হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, প্রচুর গাড়ি আটকে পড়েছে মাঝপথে। বলা যেতে পারে সিকিম প্রান্তে জাতীয় সড়কে ধসের কারণে একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছে যানচলাচল।

এর আগে ৩০ অগাস্ট ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস নামে।শনিবার ভোর রাতে ফের বড় ধরনের ধসের কবলে পড়ল সিকিম-বাংলা সংযোগকারী এই রাস্তা। কালিঝোরা ও সেবকের মাঝামাঝি এলাকায় পাহাড়ি ঢালে ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে জাতীয় সড়কটির ওপর সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বারবার ধসের ফলে সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকল্প পথ হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। 

প্রশাসন মনে করছে, গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে। এদিকে, গত কয়েকদিনে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ছোট-বড় ধসের ঘটনা ঘটেছে এবং সড়কের বিভিন্ন অংশে ফাটলও দেখা গেছে। পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা চালু রাখার চেষ্টা করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

গত ১৫ অগাস্টে সড়ক সংস্কারের পর একসময় বন্ধ থাকা সড়কটি আবার খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এবার ফের সেই সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে যথেষ্ট অস্বস্তি এবং ভোগান্তি তৈরি হয়েছে। সিকিমের এই লাইফলাইন বলা হয় ১০ নম্বর জাতীয় সড়ককে, এবং তার উপরে বার বার আসা ধস নতুন করে উদ্বেগ তৈরি করছে।

দিন কয়েক আগে সেবক ও কালিঝোরার মাঝে জাতীয় সড়কে বোল্ডার পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। পরদিন বোল্ডার সহ ধস সরিয়ে পুনরায় যানবাহনের অনুমতি দেওয়া হয়েছিল। এবার ধস নেমেছে বিরিকদাড়ায়। এখানে অবশ্য আগেও অনেকবার ধস নেমেছে। এর আগে সিকিমে টানা বৃষ্টি ও ধসের জেরে বিপদে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল উত্তর সিকিমের একাধিক এলাকা। কোথাও রাস্তা ভেঙে পড়েছে, কোথাও পাহাড়ে ধস নেমেছে। তার জেরে সেখান থেকে সড়কপথ ধরে বাইরে আসতে পারছেন না পর্যটকরা। তাঁদের উদ্ধারকার্য শুরু করতে নামতে হয় সেনাবাহিনীকে। 

 

 

Read more!
Advertisement
Advertisement