Advertisement

Sikkim Siliguri Landslide: ফের ধস ১০ নম্বর জাতীয় সড়কে, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ফের বিচ্ছিন্ন

Sikkim Siliguri Landslide: সোমবার ফের নতুন করে ধস নামল কালিম্পংয়ে। পাহাড় থেকে বোল্ডার আছড়ে পড়ল গাড়িতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লিতে। যার জেরে বেশ কিছুক্ষণ এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ফের ধস ১০ নম্বর জাতীয় সড়কে, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ফের বিচ্ছিন্ন
Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 28 Oct 2024,
  • अपडेटेड 8:01 PM IST
  • নাগাড়ে বৃষ্টিতে বাংলাতেও বিপর্যয়।
  • প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের কালিম্পঙে ধস নামল।
  • বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা।

Sikkim Siliguri Landslide: গত কয়েক মাসে বারবার ধসে বিধ্বস্ত হয়েছে শিলিগুড়ি থেকে ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে সিকিম যাওয়ার রাস্তা। বারবার ধস নামে, বারবার মেরামত করে তা চলাচলের মতো বন্দোবস্ত করা হয়, ফের ধস নেমে বন্ধ হয়ে যায় রাস্তা। মাঝে কয়েকদিন বিরতি থাকলেও ফের সোমবার নতুন করে ধস নেমে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক।

ধসের জেরে ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10)। সোমবার দুপুরে বরধাং এলাকায় বড় ধরনের ধস নামে। মাটি-পাথর গড়িয়ে রাস্তায় পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ধসের দুই ধারেই আটকে পড়ে শয়ে শয়ে গাড়ি। তবে রাস্তার থেকে ধসের মাটি-পাথর সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

যদিও ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকা নতুন নয়। প্রায় দিনই এই রাস্তায় বন্ধ থাকে যান চলাচল। চলতি বছরে বর্ষার সময়ও একাধিক জায়গায় ভূমিধস এবং পাহাড় থেকে বোল্ডার আছড়ে পড়ায় দিনের পর দিন বন্ধ ছিল সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।

গোটা মরশুমেই সিকিম-দার্জিলিং- কালিম্পং পাহাড় ভুগেছে ধস, অতিবৃষ্টি আর তিস্তার ভ্রুকুটিকে সঙ্গী করে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক। চলতি মরশুমে বড় ধরণের বিপর্যয় এখনও না ঘটলেও তিস্তার জলস্ফীতি আর ধস বারবার ভুগিয়েছে এলাকাকে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জাতীয় সড়ক মরশুমের শুরু থেকেই বারবার ধসে বিপর্যস্ত। টানা প্রায় এক মাসের কাছাকাছি বন্ধ থাকার পর সবে কয়েকদিন হল ধস সরিয়ে রাস্তা মেরামত করিয়ে খোলে হয়েছিল, তার দুদিনের মধ্যেই ফের অন্য জায়গায় ধস নেমে ফের বন্ধ হয়ে গেল ওই সড়ক। এদিকে বৃষ্টি কমে গেলেও, নতুন করে ধস চিন্তা বাড়াচ্ছে এলাকায়।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement