Advertisement

Leopard Deer Death: লাটাগুড়ির রাস্তায় পরপর দুদিনে হরিণ-চিতাবাঘের মৃতদেহ উদ্ধার

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গরুমারা সেন্ট্রাল ওয়ান এবং লাটাগুড়ি রেঞ্জের সুরশ্রুতি তিন কম্পার্টমেন্টের মাঝে মহাকাল ধামের কাছে লেপার্ড শাবকের দেহ প্রথম দেখতে পান বনকর্মীরা।

Aajtak Bangla
  • লাটাগুড়ি,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 1:43 AM IST

জঙ্গলের রাস্তায় ফের বন্যপ্রাণীর মৃত্যু। সোমবার লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার পথে উদ্ধার হল একটি লেপার্ড শাবকের দেহ। বন দফতরের কর্মীরা ঘটনাস্থল থেকে দেহটি তুলে নিয়ে যান। এর মাত্র এক দিন আগে একই রাস্তায় সম্বর এবং বার্কিং ডিয়ারের মৃতদেহ উদ্ধার হয়েছিল। টানা বন্যপ্রাণীর মৃত্যুতে উদ্বেগ বাড়ছে পরিবেশপ্রেমীদের মধ্যে। তাঁদের অভিযোগ, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে কোনও কড়াকড়িই নেই।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গরুমারা সেন্ট্রাল ওয়ান এবং লাটাগুড়ি রেঞ্জের সুরশ্রুতি তিন কম্পার্টমেন্টের মাঝে মহাকাল ধামের কাছে লেপার্ড শাবকের দেহ প্রথম দেখতে পান বনকর্মীরা। দেহটি গাড়ির ধাক্কায় এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেটি পুরুষ না স্ত্রী তা বোঝা যায়নি। অভিযোগ, একের পর এক দুর্ঘটনায় বন্যপ্রাণী মারা গেলেও স্থায়ী প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মৃত লেপার্ডটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা হবে বলে বন দফতর জানিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পরিবেশপ্রেমীদের দাবি, এই রাস্তায় জরুরি ভিত্তিতে স্পিড ব্রেকার, সিসিটিভি এবং রাতের বেলা যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement