Advertisement

Loksabha Election 2024: বিজেপি-র পোস্টারে ছয়লাপ পাহাড়, এবার আসরে হামরো পার্টি

Loksabha Election 2024: পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ১১ টি জনজাতিকে তপশিলি উপজাতির মর্যাদা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পাহাড় জুড়ে পোস্টারিং করল হামরো পার্টি। রবিবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিকে পোস্টার দেওয়া হয়েছে।

পাহাড় জুড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 12 Feb 2024,
  • अपडेटेड 11:23 AM IST

Loksabha Election 2024: দু'দিন আগেই বিজেপির(BJP) বিরুদ্ধে পাহাড়ে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছিল জিটিএ (GTA) চিফ এক্সিকিউটিভ অনিত থাপার (Anit Thapa) নেতৃত্বাধীন বিজিপিএম (BGPM)। বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছিল তারা। তাদের আন্দোলন শুরুর আগেই বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করে দিল পাহাড়ের আরও এক নতুন দল অজয় এডওয়ার্ডের নেতৃত্বাধীন হামরো পার্টি। তারা পাহাড় জুড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার দিয়েছে।

পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ১১ টি জনজাতিকে তপশিলি উপজাতির মর্যাদা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পাহাড় জুড়ে পোস্টারিং করল হামরো পার্টি। রবিবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিকে পোস্টার দেওয়া হয়েছে। সেখানে বিজেপির পাশাপাশি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধেও বক্তব্য লেখা রয়েছে। পাহাড়বাসীকে ধোঁকা দিয়েছেন রাজুবাবু বলে অভিযোগ তোলা হয়েছে।

হামরো পার্টির তরফে, জানানো হয়েছে, গত লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ ২০১৯ সালে পাহাড়ে বিজেপি ইস্তাহার পত্রে ঘোষণা করেছিল পাহাড়ের দীর্ঘদিনের দাবি স্থায়ী রাজনৈতিক সমাধান, ১১টি জনজাতিকে তপশিলি উপজাতির মর্যাদা দেওয়া হবে ক্ষমতা এলে। এছাড়াও সেই ইস্তাহার পত্রে বলা হয়েছিল চা শ্রমিকদের ন্যুনতম মজুরী লাগু করা হবে। টানা চারবছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও সেই সব প্রতিশ্রুতি পূরণে উদ্যোগ নেয়নি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। অথচ দার্জিলিং পার্বত্য এলাকার ৭০ শতাংশ মানুষের জীবিকা নির্বাহ হয় চা বাগান থেকেই। পাহাড়ের উন্নয়নে সর্বতভাবে ব্যর্থ সাংসদ রাজু বিস্ট। পাহাড়বাসীর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি শাসিত কেন্দ্র। এরই প্রতিবাদ জানিয়ে পাহাড়জুড়ে পোস্টার সাঁটা হয়েছে।

পাহাড় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। এই অভিযোগ তুলে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও (BGPM)। বিগত পাঁচ বছরে পাহাড়ের ১১ জনজাতিকে তপশিলি উপজাতির মর্যাদা দেওয়ার পাশাপাশি পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কেন্দ্র কোনও উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। তাই শনিবারের মধ্যে পাহাড় নিয়ে বিজেপি কোনও পদক্ষেপ না করলে ১২ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement