রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহা (৪৫)। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হলে শেখরকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। আর শশাঙ্ককে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বাকি দু’জনের মধ্যে একজন মালদা মেডিকেল কলেজে এবং অপরজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘাতক গাড়িটিকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় কনুয়া ভবানীপুর এলাকায় ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পাঁচজন। ওই সময় দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান নরেন্দ্রনাথ সাহা। আহত চারজন হলেন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজকুমার দাস এবং পুলক সাহা।
মৃত নরেন্দ্রনাথের স্ত্রী মঞ্জু সাহার দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত খুন। তাঁর স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না। ঘটনা ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনের তরফে কড়া নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।