Advertisement

Chanchal TMC BJP Political Clash: চাঁচলের ময়দানে তীব্র রাজনৈতিক তরজা, শুভেন্দুর সভার ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা শক্তি প্রদর্শন তৃণমূলের

Chanchal TMC BJP Political Clash: সভামঞ্চ থেকে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, বিজেপি নেতার বক্তব্যের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কটাক্ষের সুরে তিনি বলেন, ভোটের পর রাজনীতির জবাব রাজনীতির ভাষাতেই দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের দিকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

চাঁচলের ময়দানে তীব্র রাজনৈতিক তরজা, শুভেন্দুর সভার ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা শক্তি প্রদর্শন তৃণমূলেরচাঁচলের ময়দানে তীব্র রাজনৈতিক তরজা, শুভেন্দুর সভার ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা শক্তি প্রদর্শন তৃণমূলের
Aajtak Bangla
  • চাঁচল,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 11:56 PM IST

Chanchal TMC BJP Political Clash: চাঁচলের কলম বাগান ঘিরে শাসক-বিরোধী রাজনৈতিক উত্তাপ এবার চরমে। শুভেন্দু অধিকারীর সভার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই একই মাঠে পাল্টা জনসভা করে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। রবিবারের এই সভা থেকে বিজেপির রাজ্য নেতার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং প্রাক্তন আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রবিবার মালদার রাজনীতি সরগরম হয়ে ওঠে।

সভামঞ্চ থেকে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, বিজেপি নেতার বক্তব্যের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কটাক্ষের সুরে তিনি বলেন, ভোটের পর রাজনীতির জবাব রাজনীতির ভাষাতেই দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের দিকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

এর আগে শুভেন্দু অধিকারী তাঁর সভায় প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। রবিবার সেই প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দেন প্রসূন। তিনি বলেন, বিজেপি এখন সাময়িক শক্তি দেখালেও বাংলার মাটিতে তাদের শিকড় গভীর নয়। গণতান্ত্রিক পথেই বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

প্রসূনের বক্তব্যে উঠে আসে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গও। তিনি দাবি করেন, রাজ্যের মানুষই ঠিক করবেন কে থাকবে, কে থাকবে না। তাঁর কথায়, “বাংলা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, মানুষের রায়েই রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

তৃণমূলের এই আক্রমণের পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিষেক সিংহানিয়া বলেন, তৃণমূল নেতাদের বক্তব্য রাজনৈতিক হতাশা থেকেই আসছে। তিনি দাবি করেন, মালদার মানুষই আগামী দিনে উপযুক্ত জবাব দেবেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, মন্ত্রী তজমুল হোসেন-সহ জেলার একাধিক শীর্ষ তৃণমূল নেতা। সভা ঘিরে এলাকায় কড়া পুলিশি নজরদারিও ছিল।

সব মিলিয়ে, চাঁচলের কলম বাগান এখন শুধু সভাস্থল নয়, বরং মালদার রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলেই মত রাজনৈতিক মহলের।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement