
Malda Murder Case: মালদায় ফের নৃশংস হত্যাকাণ্ড। রবিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার অন্তর্গত কেবিএস ছোট কামাত এলাকায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আতাবুর রহমান (৪৫)। রবিবার রাতে পরিবারের সদস্যরা ঘরের সদর দরজা বন্ধ করে ঘুমোতে যান। গভীর রাতে আচমকাই আতাবুরের গোঙানির শব্দ শুনতে পান বাড়ির লোকজন।
পরিবারের সদস্যরা বাইরে বেরোতে গিয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে। কোনও রকমে দরজা ভেঙে বাইরে এসে তাঁরা ঘরে ঢুকতেই আতাবুরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় গভীর কোপের চিহ্ন ছিল।
বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আতাবুরকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
খবর পেয়ে রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফয়জল রাজা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশ ইতিমধ্যেই দু’জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে এই খুন, কারা এর পিছনে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।