Advertisement

Malda Double Dead Body Case: মালদায় কালভার্টের নিচে ২ বন্ধুর দেহ উদ্ধার, খুন না দুর্ঘটনা?

Malda Double Dead Body Case: শনিবার রাতে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন দুই বন্ধু। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তাঁদের দেহ পড়ে থাকতে দেখা যায় কালভার্টের নীচে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে তাঁদের বাইকটিও।

মালদায় জোড়া মৃতদেহ ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন? তদন্তে পুলিশমালদায় জোড়া মৃতদেহ ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন? তদন্তে পুলিশ
Aajtak Bangla
  • মালদা,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 7:26 PM IST

Malda Double Dead Body Case: কালভার্টের নীচে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদার মোথাবাড়িতে। রবিবার সকালে রাজ্য সড়কের ধারে শম্ভু মোড়ের কালভার্টের নীচ থেকে উদ্ধার হল দুই বন্ধুর মৃতদেহ। মৃতদের নাম বিবেক মণ্ডল (৩১) ও রাজু ঘোষ (২৬)।

শনিবার রাতে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন দুই বন্ধু। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তাঁদের দেহ পড়ে থাকতে দেখা যায় কালভার্টের নীচে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে তাঁদের বাইকটিও।

পুলিশের প্রাথমিক অনুমান, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নীচে জলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে দুই যুবকের। যদিও পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, খুন।

আরও পড়ুন

রাজুর মা শ্রুতি ঘোষের কথায়, ‘‘ছেলের মুখ, নাক, চোখ থেকে রক্ত বেরোচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ওকে মারা হয়েছে।’’ বিবেকের মা ফেলো মণ্ডল জানান, শনিবার রাত আটটা নাগাদ ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। সকালেই খবর আসে তার দেহ উদ্ধার হয়েছে। বিবেকের দিদি দীপ্তি বলেন, ‘‘রাত ১১টা নাগাদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বলেছিল থানায় যাচ্ছে। তার পরে আর ফোন করেনি। সকালে শুনি ভাই আর নেই।’’

স্থানীয়দের একাংশেরও বক্তব্য, সবকিছুই রহস্যজনক। যদি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ পড়ে যান তাঁরা, তাহলে বাইক এবং দেহ কালভার্টের দেওয়ালের একেবারে ঘেঁষে থাকবে কী করে? আবার কালভার্টে পড়ার সময় বাইক যদি দেওয়ালে ধাক্কা খেত, তাহলে জলের পাইপে দাগ থাকার কথা, কিন্তু তেমন কিছু দেখা যায়নি।

এদিন ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। বলেন, ‘‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের তরফে সবরকম সাহায্য করা হবে। পুলিশ তদন্ত করছে।’’

অন্যদিকে কালিয়াচকের এসডিপিও ফয়সাল রাজা বলেন, ‘‘প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা সেই তথ্যই পেয়েছি।’’

 

Read more!
Advertisement
Advertisement