Advertisement

Bike Reel Death: ৩ লাখি বাইক মৃত্যুফাঁদ! রিল বানাতে গিয়ে মালদায় মৃত ২ যুবক

Bike Reel Death: দুর্ঘটনার সময় দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। গুরুতর আহত অবস্থায় তাঁদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় দু’জনেই নেশাগ্রস্ত ছিলেন।

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 5:04 PM IST

Bike Reel Death: নতুন মোটরবাইক, রিলস বানানোর উন্মাদনা আর বেপরোয়া গতি, এই তিনের জেরেই প্রাণ গেল জামাই ও শ্যালকের। বৃহস্পতিবার গভীর রাতে চাঁচলের হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। মৃত শ্যালকের নাম পরীক্ষিত মণ্ডল (২৪), বাড়ি হরিশ্চন্দ্রপুরের খিদিরপুর এলাকায়। জামাই কুশ মণ্ডল (২৯), বৈষ্ণবনগর থানার মির্জাচক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষিত কিছুদিন আগেই কিস্তিতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দামের একটি নতুন মোটরবাইক কেনেন। সেই বাইকেই ঘুরে রিলস বানানোর শখ চাপে দু’জনের। বৃহস্পতিবার রাতে পরীক্ষিত বাইক চালাচ্ছিলেন, পিছনে বসেছিলেন জামাই কুশ। রাজ্য সড়কে ওঠার পরেই দ্রুত গতিতে বাইক ছুটতে থাকে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বিদ্যুতের পিলারে সজোরে ধাক্কা মারে বাইকটি।

দুর্ঘটনার সময় দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। গুরুতর আহত অবস্থায় তাঁদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় দু’জনেই নেশাগ্রস্ত ছিলেন।

আরও পড়ুন

মৃত পরীক্ষিতের স্ত্রী স্মৃতি মণ্ডল বলেন, “গত মাসে দিল্লি থেকে ফিরে স্বামী কিস্তিতে বাইকটা কেনে। রিলস বানানোর শখ ছিল খুব। সেই নেশাই সব শেষ করে দিল।” স্বামীহারা স্মৃতির কোল জুড়ে এখন দুই শিশু কন্যা। ভবিষ্যৎ নিয়ে দিশেহারা পরিবার।

পরীক্ষিতের বাবা নন্দলাল মণ্ডল বলেন, “ছেলে কষ্ট করে টাকা জমিয়ে বাইক কিনেছিল। সেই বাইকই সর্বনাশ করল।” অন্যদিকে কুশের স্ত্রী বুধোন মণ্ডলের অভিযোগ, “ভাই না ডাকলে আমার স্বামী যেত না। রিলস বানানোর শখেই সব শেষ।”

চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানান, “দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। হেলমেট না থাকাই মৃত্যুর অন্যতম কারণ।”
 

Read more!
Advertisement
Advertisement