Advertisement

Cooch Behar: কোচবিহারে বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা, পরিবারের দাবি, 'ভোটার লিস্টে বানান ভুলে আতঙ্ক'

কোচবিহারের ওই ব্যক্তির নাম খায়রুল শেখ, বয়স ৬৫ বছর। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানান ভুল ছিল। তাই ভয়ে বিষ খেয়েছেন খায়রুল। অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কোচবিহারে আত্মহত্যার চেষ্টাকোচবিহারে আত্মহত্যার চেষ্টা
Aajtak Bangla
  • দিনহাটা,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 6:08 PM IST
  • কোচবিহারে আত্মহত্যার চেষ্টা
  • ভোটার লিস্টে বানান ভুলের আতঙ্ক
  • পুলিশ কী বলছে?

NRC-র ভয়ে পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যার ঘটনার পর আরও একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। দিনহাটায় ওই ব্যক্তি SIR আতঙ্কেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। আজ অর্থাত্‍ বুধবার পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'দিনহাটায় এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রার্থনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। হাত জোড় করে অনুরোধ, ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। যাঁরা বছরের পর বছর আছেন, তাঁদের বাংলাদেশি বলে তাড়ানো হবে, এত সোজা নয়।'

ভোটার লিস্টে বানান ভুলের আতঙ্ক

কোচবিহারের ওই ব্যক্তির নাম খায়রুল শেখ, বয়স ৬৫ বছর। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানান ভুল ছিল। তাই ভয়ে বিষ খেয়েছেন খায়রুল। অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ কী বলছে?

যদিও পুলিশ জানিয়েছে, আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানা যাবে। প্রাথমিক ভাবে তাঁরা জানাচ্ছেন, ওই ব্যক্তির নাম খায়রুল শেখ। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম খয়রু শেখ লেখা আছে। এই নিয়ে তিনি বেশ কিছু দিন ধরেই উদ্বেগে ছিলেন। 

'সংবাদ প্রতিদিন'এর খবর অনুযায়ী, কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, '২০০২ সালের ভোটার তালিকায় খায়রুল শেখের নামের বানান ভুল রয়েছে। সে কারণে উনি আতঙ্কে ছিলেন। কেউ কেউ ওঁকে বলেছিলেন, ওঁর ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। ওঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণে উনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এসআইআর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।’ পাল্টা বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বক্তব্য, উনি যদি আত্মহত্যা করার চেষ্টা করেন, তার দায় তৃণমূলের। তৃণমূল এসআইআর টেনে সাধারণ সংখ্যালঘু মানুষের মধ্যে এনআরসি-র ভয় দেখাচ্ছে। আমরা বলেছি, যাঁরা অনুপ্রবেশকারী রয়েছেন, তাঁদের নাম থাকবে না। যাঁরা ভারতীয়, যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁদের ভয়ের কোনও কারণ নেই। তৃণমূল এসআইআর-কে এনআরসি বলে প্রচার করছে।

Advertisement

অন্যদিকে কোচবিহারের ঘটনার প্রসঙ্গ টেনে এদিন বিজেপি-কে তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'যখন কোনও দল ক্ষমতার খেলায় মত্ত থাকে, তখন তারা মানুষকে জীবনের ভয় দেখায়, ভাগাভাগি করে। বাংলা তোমাদের ক্ষমা করবে না। '

Read more!
Advertisement
Advertisement