Minor Girl Gangraped Alipurduar: ইনস্টাগ্রামে পরিচয় ও মোবাইল নম্বর বিনিময়ের পর প্রেম। তারপর আবার বিবাদ-কথা কাটাকাটি এবং দেখা করার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট দেখা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা গোটা জীবনের জন্য কালো অধ্যায় এঁকে দেবে ঘুণাক্ষরেও টের পায়নি ওই কিশোরী। এরপর একাধিকবার সাক্ষাৎ হয়। তারা একসঙ্গে সময়ও কাটাতে শুরু করে। গত শনিবার ঘুরতে বেরিয়েও রাতে আর ফেরেনি কিশোরী। অভিযোগ, সেই ইনস্টাগ্রাম প্রেমিক ও তার এক নিকটাত্মীয় ফাঁকা বাড়িতে তাকে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করে। ঘটনায় আলিপুরদুয়ারে কুমারগ্রামের কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকা।
রবিবার নাবালিকার বাবা থানায় তরুণ এবং তার বন্ধুর নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত প্রেমিক এবং প্রেমিকের বন্ধুকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু করে ধৃতদের সোমবার আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেছেন, ‘তদন্ত শুরু করা হয়েছে।’
জানা গিয়েছে, শনিবার ফোনে যোগাযোগ করে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়ায় প্রেমিকের সঙ্গে দেখা করে নাবালিকা। কোচবিহারের রসিকবিল থেকে আশপাশের এলাকা ঘুরে কামাখ্যাগুড়িতে সিনেমাও দেখে। সিনেমা হল থেকে বেরিয়ে তারা যায় কামাখ্যাগুড়ি হরিবাড়ি প্রাঙ্গণের মেলায়। এরপর নাকি প্রেমিক ফোন করে তার এক বন্ধুকে ডেকে নিয়েছিল। তিনজনে একটি হোটেলে খাওয়াদাওয়াও সারে। পরে নাবালিকাকে নিয়ে দুই বন্ধু পৌঁছায় প্রেমিকের এক নিকটাত্মীয়ের ফাঁকা বাড়িতে। অভিযোগ, সেই বাড়িতেই রাতে নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে।
অভিযুক্ত প্রেমিকের বাড়ি আলিপুরদুয়ার-২ ব্লকের যশোডাঙ্গায়। বন্ধুটি একই ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের ব্রজেরকুঠির বাসিন্দা। এদিকে শনিবার রাতভর মেয়ে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান বাড়ির লোকজন। ঘটনাচক্রে নাবালিকার গ্রামের এক প্রতিবেশী রবিবার সকালে তেলিপাড়া দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে দেখেন। সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজনকে ফোন করে খোঁজ দেন। এরপর মেয়ের বাবা এবং পাড়াপড়শি তেলিপাড়ায় এসে দুই তরুণ সহ নাবালিকাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যান। কী হয়েছে, জিজ্ঞাসা করতেই নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। রাতের ঘটনার কথা অভিভাবকদের জানায়। এরপরই কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে এসে দুই তরুণের বিরুদ্ধে তাঁর মেয়েকে গণধর্ষণের লিখিত অভিযোগ করেন বাবা।