Nagrakata Minor Girl Kidnapping Case: এক নাবালিকাকে অপহরণের অভিযোগে উত্তাল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এলাকা। বৃহস্পতিবার এই ঘটনার বিহিত চেয়ে এলাকার প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত মহাদেব মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ তদন্তে শুরু করেছে।
নাগরাকাটার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। যাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাতে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকারই এক তরুণের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে, যথাযথ প্রমান পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গত ২৯ জুলাই নাবালিকার পরিবারের তরফে ওই তরুণের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।
অভিযোাগ, ওইদিন ওই নাবালিকা স্কুলে যাওয়ার পথে এই অপহরণের ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার এই ঘটনার বিহিত চেয়ে এলাকার প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত মহাদেব মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বাস দেওয়ার পর এই বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই বিষয়ে নাবালিকার পরিবার জানিয়েছে, পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বৃহত্তর হবে।