Advertisement

Kolkata To North Bengal Bus: পর্যটকদের জন্য আরও ৫ টি বাস উপহার NBSTC-র, কীভাবে বুকিং?

চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ‘আমরা মোট ১২টি অত্যাধুনিক পরিষেবার রকেট বাস পেয়েছি। তার মধ্যে তিনটি বাতানুকূল এবং বাকিগুলি সাধারণ বাস।’ পুরোনো বাসগুলি মেরামত করে অন্য রুটে এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের কথা জানিয়েছেন তিনি।

পর্যটকদের জন্য আরও ৫ টি বাস উপহার NBSTC-র, কীভাবে বুকিং?
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 24 Dec 2024,
  • अपडेटेड 10:06 PM IST

কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার আরও ৫ টি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)। সোমবার থেকেই বাসগুলি যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের বিভিন্ন ডিপো থেকে। ফিরতি পথে মঙ্গলবার কলকাতা ডিপো থেকেও বাসগুলি উত্তরবঙ্গ অভিমুখে যাত্রা শুরু করেছে। ফলে পর্যটনের মরশুমে চড়া ভাড়ার বাজারে আরও কিছু পর্যটক বাসে ন্যায্য ভাড়ায় উত্তরবঙ্গে পৌঁছতে পারবেন।

নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ‘আমরা মোট ১২টি অত্যাধুনিক পরিষেবার রকেট বাস পেয়েছি। তার মধ্যে তিনটি বাতানুকূল এবং বাকিগুলি সাধারণ বাস।’ পুরোনো বাসগুলি মেরামত করে অন্য রুটে এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের কথা জানিয়েছেন তিনি।

যাত্রীদের সুবিধার্থে আরও সাতটি রকেট বাসের (Rocket bus) উদ্বোধন হল সোমবার। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কেন্দ্রীয় বাস টার্মিনাসে পাঁচটি বাসের উদ্বোধন করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। নিগমের ম্যানেজিং ডাইরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্য আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া, এদিন রায়গঞ্জ ডিপোতে আরও দুটি বাসের উদ্বোধন হয়। এই বাসগুলির মধ্যে তিনটি বাস কোচবিহার থেকে কলকাতায় যাতায়াত করবে। দুটি রায়গঞ্জ থেকে কলকাতায় এবং বাকি দুটি বহরমপুর ডিপো থেকে কোচবিহার পর্যন্ত চলবে। অনলাইন এবং অফলাইনে আগে থেকে টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে সব বাসেই। এছাড়াও বিভিন্ন ট্রাভেল অ্যাপ থেকেও বুক করা যাবে।

সংস্থার তরফে জানা গিয়েছে, প্রতিটি রকেট বাসের জন্য গড়ে ৪১ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। এই পর্যায়ে মোট ১২টি রকেট বাস নিগম হাতে পেয়েছে। ইতিমধ্যে পাঁচটি বাস বিভিন্ন রুটে চালানো হচ্ছে। নতুন করে এদিনের উদ্বোধন হওয়া সাতটি বাস চলতি সপ্তাহ থেকে নির্দিষ্ট রুটগুলিতে চালানো হবে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রায় ৯০০টি বাস রয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে বিভিন্ন রুটে ৬৫০টি বাস চলাচল করে। এবার এই রকেট বাসগুলি চালু হওয়ায় দূরের এলাকায় যেতে যাত্রীদের তৎকালের টিকিট কেটে বেশি টাকা খরচ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement