Buxa Tiger Reserve: ফের আরও একটি অপেক্ষাকৃত বড় রয়্যাল বেঙ্গলের গতিবিধি ধরা পড়ল বক্সার জঙ্গলে। দ্বিতীয় বাঘটিকে ক্যামেরাবন্দি করতে জঙ্গলে নতুন করে ট্র্যাপ ক্যামেরা পাতা হচ্ছে। নতুন করে পাওয়া পায়ের ছাপ দেখে তা পরীক্ষার পর আলাদা বাঘ বলে বিশেষজ্ঞ সূত্রে জানা গিয়েছে। বন দফতরের কর্তাদের আশা, শীঘ্রই দ্বিতীয় বাঘের ছবিও ক্যামেরায় ধরা পড়বে।
গত বছর খানেক ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে বাঘের মানে রয়্যাল বেঙ্গল টাইগারের হদিশ মিলেছে। যাতে ক্রমশ ফিকে হতে থাকা বাঘের অস্তিস্ত্বের মিথ ফের চাঙ্গা হয়েছে। আলিপুরদুয়ারের বক্সার বাঘবনেও একাধিক বাঘের হদিশ মিলেছে বলে ইঙ্গিত মিলেছে বন দফতরের কর্তাদের। কদিন আগেই প্রায় ৪ বছর বয়সী একটি বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় পরপর দু’বার ধরা পড়েছে। সম্প্রতি পূর্ণবয়স্ক আরেকটি বাঘের পায়ের ছাপ নজরে এসেছে বলে খবর। বক্সার জঙ্গলের বিভিন্ন জায়গায় বড় আকারের সেই বাঘটি ঘুরে বেড়াচ্ছে বলে বিশেষজ্ঞরা প্রায় সুনিশ্চিত। রাজ্য বন দফতরের পিসিসিএফ (বন্যপ্রাণ) দেবল রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিনই বাঘের পায়ের ছাপ বক্সার জঙ্গলে পাওয়া যাচ্ছে। এটা আশার কথা।
বক্সার জঙ্গলে বাঘেদের বাঘেদের বসবাসের আদর্শ স্থান হয়ে উঠেছে সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। বনকর্তাদের মত, গত কয়েক বছরে বক্সায় হাজারের বেশি হরিণ ছাড়ায় তারা অবাধেই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তাই অন্য জায়গা থেকে এলে হাতের কাছে এত খাবার ফেলে অন্যত্র যাবে না। জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর বক্সায় একটি বাঘের অর্ধেক ছবি রাতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল। এর ক’দিন পরেই ৩১ ডিসেম্বর ফের একটি বাঘের পূর্ণ ছবি ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। সেগুলি খতিয়ে দেখে বোঝা যায়, ওই দুটি ছবি একই বাঘের। যার বয়স প্রায় ৪ বছর হতে পারে।
২০২১ সালের ১২ ডিসেম্বর বক্সায় একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ধরা পড়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরের শেষদিকে বক্সায় একাধিকবার বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। বক্সার কোর এলাকার জঙ্গলে থাকা বনবস্তিগুলি উঠে গেলে সেখানে বাঘেরা পাকাপাকিভাবে থাকতে পারে এমন সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না।