Advertisement

Mayanmar National Arrested Siliguri: ভুয়ো পরিচয়ে ভারত ঢুকে নেপালে পালানোর চেষ্টা, গ্রেফতার ৬ মায়ানমার নাগরিক

Mayanmar National Arrested Siliguri: পহেলগাঁও হামলার পর কড়া নজরদারি। এবার ভারত-নেপাল সীমান্তে ধরা পড়ল আধার ও ভোটার কার্ডসহ ৬ মায়ানমারবাসী। তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য।

ভুয়ো পরিচয়ে ভারত ঢুকে নেপালে পালানোর চেষ্টা, গ্রেফতার ৬ মায়ানমার নাগরিকভুয়ো পরিচয়ে ভারত ঢুকে নেপালে পালানোর চেষ্টা, গ্রেফতার ৬ মায়ানমার নাগরিক
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 04 May 2025,
  • अपडेटेड 4:00 PM IST

ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তায় মোতায়েন থাকা সশস্ত্র সীমা বল (SSB)-এর ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শনিবার পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুটি আলাদা অভিযানে মায়ানমারের ছয়জন সন্দেহভাজন ছাত্রকে আটক করে।

SSB সূত্রে জানা গেছে, এই ছাত্ররা ২০২২-২৩ সালের মধ্যে কোনও পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতের মিজোরাম রাজ্যে অবৈধভাবে প্রবেশ করে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, তাদের কাছে ভারতীয় ভুয়ো নথিপত্র ছিল, যেমন – আধার কার্ড (বেশিরভাগই দিল্লিতে তৈরি), ভোটার আইডি, এমনকি একজনের কাছে ছিল জাল প্যান কার্ড।

তারা নাগাল্যান্ডের ওখা জেলার "ভিটার থিওলজিক্যাল কলেজ" নামে একটি ধর্মতত্ত্ব বিষয়ক কলেজে ভর্তি হয় এবং ২০২৩ সাল থেকে সেখানেই অবস্থান করছিল। ছুটিতে তারা ভারত ও নেপালের অন্য ছাত্রদের সঙ্গে শিলিগুড়ি ঘুরতে আসে।
শনিবার এই ছাত্রদের মধ্যে তিনজন, আরও তিনজন ভারতীয় ছাত্রের সঙ্গে নেপালের বিরতামোড়ের "হ্যাপি ল্যান্ড অ্যাডভেঞ্চার পার্কে" যাওয়ার চেষ্টা করছিল। তখন পানিট্যাংকি সীমান্ত পোস্টে মোতায়েন SSB-এর BIT টিম তাদের আটক করে।

আরও পড়ুন

তিন ভারতীয় নাগরিক নাগাল্যান্ডের বাসিন্দা হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিনজন মায়ানমার ছাত্রকে দুটি আলাদা দল থেকে গ্রেফতার করা হয়। সব ছাত্রদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার গভীর তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

পহেলগাঁও হামলার পর থেকে তপ্ত পরিস্থিতি। গোটা দেশে শুধু প্রতিবাদের ঝড়। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে সব রকম প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যেই সব পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহের মধ্যে এবার ভারত-নেপাল সীমান্তে মায়ানমারের নাগরিক গ্রেফতার হওয়ায় সতর্ক সীমান্তরক্ষীরা।
 

 

Read more!
Advertisement
Advertisement