Advertisement

Fake NIA Arrest: শিলিগুড়িতে NIA অফিসার সেজে প্রতারণা, গ্রেফতার তিন

Fake NIA Arrest: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেডিকেল মোড়ের বাসিন্দা রাহুল ঘোষ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের পর ২২ নভেম্বর একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 12:17 AM IST

Fake NIA Arrest: শিলিগুড়িতে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযোগ, এনআইএ-র আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল একটি চক্র। সেই অভিযোগের ভিত্তিতেই এসওজি ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতরা হলেন এহসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। এহসান ও রেহান মূলত পাঞ্জিপাড়ার বাসিন্দা, বর্তমানে সেবক রোড এলাকায় থাকতেন। মানিক শিলিগুড়িরই বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেডিকেল মোড়ের বাসিন্দা রাহুল ঘোষ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের পর ২২ নভেম্বর একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়। অভিযুক্তদের গ্রেফতারের পর উদ্ধার হয়েছে একটি আই-২০ গাড়ি, একটি স্কুটার, ছ’টি মোবাইল, অভিযোগকারীর নথির জেরক্স কপি এবং প্রতারণার মাধ্যমে আদায় করা নগদ ১৩ হাজার টাকা।

তদন্তে উঠে এসেছে, চক্রটি বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিল। এনআইএ-র পরিচয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে টাকা আদায় করাই ছিল মূল কৌশল। অভিযোগ, একইভাবে রাহুল ঘোষের কাছ থেকেও এক লক্ষ টাকা আদায় করা হয়। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই কারণে আগামী দিনে আরও গ্রেফতার হতে পারে। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে। চক্রটির মূল সূত্র পর্যন্ত পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement