Advertisement

Udayan Guha Controversy: আবার উদয়ন, হুঁশিয়ারি, 'শিরদাঁড়া এমন ভাবে বেঁকিয়ে দেওয়া হবে...'

Udayan Guha Controversy: দিনহাটায় নিজের খাসতালুকে বসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হুঁশিয়ারি দিলেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাঁরা, তাদের শিরদাঁড়া এবারে নির্বাচনে বেঁকিয়ে দেওয়া হবে।

'শিরদাঁড়া এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে, সহজে সোজা হবে না' ফের উদয়নের বিতর্কিত মন্তব্য'শিরদাঁড়া এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে, সহজে সোজা হবে না' ফের উদয়নের বিতর্কিত মন্তব্য
Aajtak Bangla
  • দিনহাটা,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 5:29 PM IST

Udayan Guha Controversy: বিতর্কিত মন্তব্য করে বরাবর লাইমলাইটে থাকেন দিনহাটার তৃণমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কখনও বিজেপি নেতারা বাড়িতে ভোটপ্রচারে গেলে মহিলাদের তাড়া করার নিদান দিয়েছিলেন, আবার কখনও পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুমকি দিয়েছিলেন। সম্প্রতি আরজি কর ইস্যুতে মহিলাদের রাত দখলের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়েও একাংশ মহিলাদের পোশাক বিধি নিয়ে মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন। এর মাঝেই বিরোধীদের কামড়ে দেওয়ার কথা বলে ফের বিতর্ক বাধিয়েছেন। এবার শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুমকি দিলেন উদয়ন গুহ।

দিনহাটায় নিজের খাসতালুকে বসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হুঁশিয়ারি দিলেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাঁরা, তাদের শিরদাঁড়া এবারে নির্বাচনে বেঁকিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, "সে রামই হোক বামই হোক বা অন্য কোনও রাজনৈতিক দল, যাঁরা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁদের শিরদাঁড়া এবারে নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে, সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আগামী দিনগুলোতে বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে চলতে হবে তাঁদের।

পাশাপাশি দিনহাটা বিধানসভার উপনির্বাচনে মাত্র এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড করা সম্ভব হয়নি তৃণমূলের। সিতাই বিধানসভার উপনির্বাচনে সর্বভারতীয় রেকর্ড করার জন্য দলের সর্বস্তরের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে দাবি করেন তিনি। দিনহাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ থেকেই ভোটের প্রচার শুরু করবে বলে জানান। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই তাঁরা জেলা পার্টি ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জয়ী করব। 

আরও পড়ুন

মন্ত্রীর হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পরেই তুমুল শোরগোল পড়ে জেলা জুড়ে। যদিও তাঁর বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগে মেয়েদের রাত দখলের আন্দোলনকেও কটাক্ষ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।  হুমকির সুরেই বলেছিলেন, "দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।" তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেও প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু তাতে যে তিনি থেমে থাকার নন, শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তা আবারও প্রমাণ করলেন উদয়ন গুহ।

Advertisement
    Read more!
    Advertisement
    Advertisement