Advertisement

North Bengal Disaster: দার্জিলিং সহ পাহাড়জুড়ে সব স্কুল, কলেজ বন্ধ, কবে খুলবে? GTA জানাল

প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার, ১৩ অক্টোবর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে। প্রশাসনের নির্দেশ, এই সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যেন নিরাপত্তা ও পরিকাঠামোগত দিক থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

বিপর্যস্ত দার্জিলিং -- পিটিআইবিপর্যস্ত দার্জিলিং -- পিটিআই
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 2:06 PM IST
  • ধসের জেরে ফের বিপর্যস্ত দার্জিলিং পাহাড়
  • কবে স্কুল কলেজ খুলবে?
  • বিপর্যস্ত দার্জিলিং পাহাড়

প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, হড়পা বান, বন্যা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের 'গর্ব' উত্তরবঙ্গের অবস্থা শোচনীয়। ব্যাপক তাণ্ডবের পরে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে। কিন্তু যে ধ্বংসলীলা তিনদিন ধরে চলেছে, তার ক্ষত তো দগদগে। এহেন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)। GTA এলাকায় ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সব স্কুল, কলেজ বন্ধ থাকবে।

ধসের জেরে ফের বিপর্যস্ত দার্জিলিং পাহাড়

অবিরাম বৃষ্টি ও পরপর ধসের জেরে ফের বিপর্যস্ত দার্জিলিং পাহাড়। গত ৪ ও ৫ অক্টোবরের প্রবল বর্ষণে একাধিক জায়গায় ভূমিধস হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট থেকে শুরু করে জনজীবন, সব কিছুই কার্যত থমকে গিয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এলাকার বিস্তীর্ণ অঞ্চলে।

এই পরিস্থিতি বিবেচনা করে জিটিএ প্রশাসন বিশেষ বৈঠক ডেকে বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পাহাড়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ এই তিন দিন সরকারি, সরকারপোষিত, সরকার অনুদানপ্রাপ্ত, বেসরকারি ও মিশনারি পরিচালিত সব রকমের স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও সাকল স্কিম অব স্কুল (এসএসকে), মাদ্রাসা এবং সাধারণ ও কারিগরি কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।

দার্জিলিঙে দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে -- পিটিআই

কবে স্কুল কলেজ খুলবে?

প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার, ১৩ অক্টোবর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে। প্রশাসনের নির্দেশ, এই সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যেন নিরাপত্তা ও পরিকাঠামোগত দিক থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

ধস, বন্যায় বিপর্যস্ত দার্জিলিং

বিপর্যস্ত দার্জিলিং পাহাড়

টানা বৃষ্টিতে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং জেলার বিভিন্ন অংশে একাধিক স্থানে ধস নামায় রাস্তা ভেঙে পড়েছে। ফলে পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গায় যাতায়াত কার্যত বন্ধ। বহু স্কুল ও কলেজের ভবনেও ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতো বলেই প্রশাসনের এই সিদ্ধান্ত। জিটিএ-র এক আধিকারিক জানিয়েছেন, প্রবল বৃষ্টির ফলে বহু এলাকায় এখনও যাতায়াত কঠিন হয়ে পড়েছে। আমরা চাই না ছাত্রছাত্রী বা শিক্ষকরা ঝুঁকি নিয়ে স্কুলে যান। তাই আপাতত তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবারের মধ্যে পরিস্থিতি ঠিক হলে নিয়মমতো ক্লাস শুরু হবে।

Advertisement

পাহাড়বাসীর আশা, এই ক’দিনে আবহাওয়া স্বাভাবিক হলে ফের ছন্দে ফিরবে শিক্ষাঙ্গনও। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Read more!
Advertisement
Advertisement