Advertisement

Mamata Banerjee North Bengal: 'উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড,' ভুটান, সিকিমকে দুষলেন মমতা, কেন?

CM Mamata North Bengal Floods: উত্তরবঙ্গের বন্যা 'ম্যান মেড'। এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি।

সোমবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি।সোমবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 1:00 PM IST
  • আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে ৪৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে।
  • মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
  • তাঁর অভিযোগ, 'উত্তরবঙ্গের এই বন্যা প্রাকৃতিক নয়, ম্যান মেড।'

CM Mamata North Bengal Floods: উত্তরবঙ্গের বন্যা 'ম্যান মেড'। এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যসচিবও। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। গোটা পরিস্থিতিতে DVC র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, 'উত্তরবঙ্গের এই বন্যা প্রাকৃতিক নয়, ম্যান মেড। ইচ্ছা করে জল ছাড়া হচ্ছে।'

মুখ্যমন্ত্রী বলেন, 'পরশু রাত থেকে টানা ১২ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভুটান ও সিকিমের জল এসে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করেছে। ভুটান, অসম থেকে জল ঢুকছে। তার ওপর ডিভিসি ইচ্ছা করে জল ছেড়ে দিচ্ছে। ফলে উত্তরবঙ্গের মানুষকে এখন তার খেসারত দিতে হচ্ছে।'

তিনি আরও অভিযোগ করেন, 'যদি ডিভিসি, ফরাক্কা, কলকাতা, হলদিয়া, পাঞ্চেত, মাইথন এসব জায়গায় নিয়মিত ড্রেজিং করা হত, তাহলে এত বড় বিপর্যয় হত না। ডিভিসি ড্রেজিং করলে এই অবস্থা হত না। এটা একেবারেই ম্যান মেড বিপর্যয়।'

মুখ্যমন্ত্রী জানান সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ও মিরিক। বলেন, ভুটান সরকার চিঠি দিয়ে জানিয়েছে, জল ধীরে ধীরে ছাড়তে বলা হলেও হঠাৎ জল ছেড়ে দেওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। 'ভুটানের ছাড়া জলে ভাসছে নাগরাকাটা,' অভিযোগ মুখ্যমন্ত্রীর।

উৎসবের মরসুম। এই সময়ে লম্বা ছুটিতে অনেকেই পাহাড়ে বেড়াতে যান। দুর্যোগে অনেকেই সেখানে আটকে পড়েছেন। মুখ্যমন্ত্রী জানান, আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে ৪৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে। অরূপ বিশ্বাস ও গৌতম দেবকে  ধূপগুড়িতে পাঠানো হয়েছে।

মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের প্রত্যেক পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রতিটি পরিবারকে একটি পুলিশের হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। এটা আমাদের সামাজিক দায়িত্ব।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement