ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় জলবন্দি পরিস্থিতি। মিরিকে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। এরই মধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তিনি। সঙ্গে যাবেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের ডিএমদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন মুখ্য়মন্ত্রী। দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ। সেইসঙ্গে পাহাড়ে আটকে পড়া পর্যটকদেরও বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
পর্যটকদের বার্তা মমতার
রবিবার উত্তরবঙ্গের পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানও। বলেন, 'মিরিক, দার্জিলিং, কালিম্পংয়ে প্রায় সাতটার বেশি ভূমিধস হয়েছে প্রবল বর্ষণে। দার্জিলিং, মিরিকের লোহার ব্রিজ ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ। অনেক পর্যটক আটকে রয়েছেন।'পর্যটকদের বার্তা দিয়ে মমতা বলেন, ' আমি বলেছি, পর্যটকরা যে যেখানে আছেন থাকবেন। তাঁদের যেন অতিরিক্ত হোটেল ভাড়া দিতে না হয়। হোটেল মালিকরা যাতে চাপ না দেয় সেটা সরকার দেখবে। কিন্তু তাঁদের আমরা সেফলি নিয়ে আসব। পর্যটকরা যেন তাড়াহুড়ো না করেন। মিরিকেই মূল ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে। অনেক জল জমে গেছে। বাইরে থেকে জল এসেছে।'
পর্যটকদের নিয়ে এদিন বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমি বলেছি, পর্যটকরা যে যেখানে রয়েছেন, সেখানেই থাকবেন এখন। তার জন্য যেন অতিরিক্ত হোটেল ভাড়া না দিতে হয়। হোটেল মালিক যেন অতিরিক্ত চাপ না দেন এই বিষয়ে, প্রশাসন নজর রাখবে সেদিকে। তাঁরা যেন তাড়াহুড়ো না করেন, আমরা সুরক্ষিতভাবে ফিরিয়ে আনব। এটা আমাদের দায়িত্ব। আমরা সবাইকে ঠিকমতো পৌঁছে দেব।'
এদিকে, পর্যটকদের সাহায্যে দার্জিলিং পুলিশ হেল্পলাইন নম্বর চালু করেছে। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানান হয়েছে, 'গত রাতে ভারী বৃষ্টির কারণে দার্জিলিং-এর কিছু রাস্তায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং শীঘ্রই স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। যে সব পর্যটক আটকে পড়েছেন বা সহায়তার প্রয়োজন, তাঁরা দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।'