Advertisement

NBSTC Salary Hike: লোকসভা ভোটের আগে সুখবর, কর্মীদের বেতন বাড়াল এই সরকারি সংস্থা

NBSTC Salary Hike: এপ্রিল মাস থেকে তাঁরা এই বর্ধিত বেতন পাবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই মুহূর্তে তিনশো কর্মীর বেতন বৃদ্ধি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বলে মনে করছে অনেকেই। তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, পুরনো বেতন বৃদ্ধি ও তারপর আরও খানিকটা বেতন বৃদ্ধির দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

লোকসভা ভোটের আগে সুখবর, কর্মীদের বেতন বাড়াল এই সরকারি সংস্থালোকসভা ভোটের আগে সুখবর, কর্মীদের বেতন বাড়াল এই সরকারি সংস্থা
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 07 Mar 2024,
  • अपडेटेड 4:03 PM IST

দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের(NBSTC) স্থায়ী, অস্থায়ী কর্মীরা বেতন বাড়ানোর দাবি করে আসছেন। বেতন বৃদ্ধি তো দূর অস্ত, অস্থায়ী, চুক্তিভিক্তিক প্রায় দু’হাজার কর্মীর বেতন হঠাৎ করেই দু’হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। সেই বেতন এখনও আগের জায়গায় আসেনি। কর্মী ইউনিয়নগুলোও বিষয়টি নিয়ে আন্দোলন চালাচ্ছে। এরই মাঝে খানিকটা হলেও আশার আলো কর্মীদের। ৩০০ কর্মীর বেতন বৃদ্ধি করল সরকার প্রোষিত এই সংস্থা।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর অস্থায়ী কর্মীদের বেতন বাড়ল। ২৯৩ জন কর্মীর এক হাজার টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে তাঁরা এই বর্ধিত বেতন পাবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই মুহূর্তে তিনশো কর্মীর বেতন বৃদ্ধি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বলে মনে করছে অনেকেই। তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, পুরনো বেতন বৃদ্ধি ও তারপর আরও খানিকটা বেতন বৃদ্ধির দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বুধবার জানান, সংস্থার নিজস্ব ঠিকা শ্রমিক, নিরাপত্তারক্ষী সহ প্রায় ৩০০ জনের বেতন বাড়ানো হচ্ছে। তাঁরা এতদিন প্রতি মাসে ৭ হাজার টাকা করে পেতেন। এপ্রিল মাস থেকে সেটা বেড়ে ৮ হাজার টাকা হচ্ছে।

আরও পড়ুন

নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের তরফে সাধারণ সম্পাদক গৌতম কুণ্ডু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১ হাজার টাকা বেতন বৃদ্ধিকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। যদিও এই পরিমাণ বেতনে সংসার চালানো বর্তমান সময়ে কঠিন নয় অসম্ভব। তাই মাসে ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন করার দাবি জানাচ্ছেন তাঁরা। যতদিন তা না হবে, তাঁদের এই ইস্যুতে আন্দোলন লাগাতার চলবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। অন্যদিকে, নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের তরফেও একই দাবিতে শ্রমিক, কর্মচারীদের দাবি আদায় নিয়ে সংগঠন আন্দোলন চলছে। তাঁরাও বেতন বৃদ্ধিকে সাধুবাদ জানালেও ন্যূনতম বেতনের দাবি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement