Advertisement

Islampur Rape And Murder Case: ইসলামপুরে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ভুট্টাখেত থেকে উদ্ধার দেহ

Islampur Rape And Murder Case: শনিবার রাতে পুঠিয়া থানায় ওই কিশোরীর প্রেমিক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের বক্তব্য, ‘ঘটনাটি বিহারে ঘটেছে। তবে প্রতিবেশী রাজ্যের পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।’

ইসলামপুরে ভুট্টাখেত থেকে উদ্ধার কিশোরীর দেহ, প্রেমিক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগইসলামপুরে ভুট্টাখেত থেকে উদ্ধার কিশোরীর দেহ, প্রেমিক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ
Aajtak Bangla
  • ইসলামপুর,
  • 02 Feb 2025,
  • अपडेटेड 5:22 PM IST

Islampur Rape And Murder Case: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠল প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শনিবার বিহার-বাংলা সীমানার নয়াবস্তির উদগারার ভুট্টাখেত থেকে কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জামা কাপড়ও ছেঁড়া ছিল। প্রথমে বিহার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ হাসপাতালে পাঠায়।

শনিবার রাতে পুঠিয়া থানায় ওই কিশোরীর প্রেমিক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের বক্তব্য, ‘ঘটনাটি বিহারে ঘটেছে। তবে প্রতিবেশী রাজ্যের পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।’

মৃতের দাদু সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, ওই কিশোরী ২৯ জানুয়ারি ইসলামপুর থেকে ঢিল ছোড়া দূরত্বে বিহারের কারবালা মাঠে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। তারপর থেকে তার খোঁজ নেই। তিনিই জানিয়েছেন, পড়শি এক তরুণের সঙ্গে নাতনির প্রেমের সম্পর্ক ছিল। ওদের দুজনকে সেই মাঠে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল বলে তাঁরা লোকমুখে জানতে পেরেছেন। কিন্তু এভাবে যে ভুট্টাখেত থেকে নাতনির দেহ উদ্ধার হবে, তা আমরা ভাবতেও পারিনি।’

আরও পড়ুন

পরিবারের অভিযোগ, ওই তরুণ এবং তার সহযোগীরা মিলে কিশোরীকে খুন করে দেহ খেতে ফেলে দিয়েছে। দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের দিদির বক্তব্য, ‘আমাদের সন্দেহ বোনকে অন্য জায়গায় খুন করে সেখানে দেহ ফেলে দেওয়া হয়েছে। যারা এতে জড়িত, তাদের সকলের শাস্তি দাবি করছি।’

এদিন ময়নাতদন্তের পর কিশোরীর দেহ অভিযুক্ত তরুণের বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য এবং স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ইসলামপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। সুযোগ বুঝে অভিযুক্তের পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

 

Read more!
Advertisement
Advertisement