Advertisement

NRC Notice: ফের এনআরসির নোটিশ এল কোচবিহারের এক যুবকের কাছে

অসম থেকে এনআরসি-র নোটিশ এসেছে কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা এলাকার এক বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে। নোটিশ পাওয়ার পর ওই প্রবীণ ব্যক্তি তাঁর কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশকিছু প্রমাণপত্র দেখান। কিন্ত কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়।

NRC Notice: ফের এনআরসির নোটিশ এল কোচবিহারের এক যুবকের কাছে NRC Notice: ফের এনআরসির নোটিশ এল কোচবিহারের এক যুবকের কাছে
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 1:35 AM IST

এবার এনআরসি-র নোটিশ এল কোচবিহারের মাথাভাঙ্গার এক ডিমের ফেরিওয়ালার কাছে। তাঁকে ২৮ বছর আগেও একবার তাঁকে অসমে বাংলাদেশি সন্দেহে হেনস্থা হতে হয়েছিল। সেই সময়ও তিনি কাগজপত্র দেখানোর পর অসম পুলিশ তাঁকে ছেড়ে দেয়। কিন্তু এত বছর পর ফের তাঁর নামে নোটিশ আসায় অবাক ও ভীত তিনি।

অসম থেকে এনআরসি-র নোটিশ এসেছে কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা এলাকার এক বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে। নোটিশ পাওয়ার পর ওই প্রবীণ ব্যক্তি তাঁর কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশকিছু প্রমাণপত্র দেখান। কিন্ত কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। যার পর দুশ্চিন্তা বাড়ছে নিশিকান্ত দাসের। ফরেনার ট্রাইব্যুনাল থেকে আসা নোটিশের পর আতঙ্কে রয়েছেন তিনি।

পেশায় ডিমের ফেরিওয়ালা তিনি। ঘুরে ঘুরে ডিম বিক্রি করেন। নোটিশ প্রসঙ্গে নিশিকান্ত জানান, প্রায় ২৮ বছর আগে কাজের সন্ধানে তিনি অসমে গিয়েছিলেন। সেখানে অসম পুলিশ তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে। তিনি যার কাছে কাজে গিয়েছিলেন তিনি থানায় গিয়ে নিশিকান্ত বাংলাদেশি নন বলে জানান। সেই সময় তিনি বাড়িতে এসে সব কাগজপত্র নিয়ে অসমে গিয়ে কাগজপত্র দেখান। অসম পুলিশ তারপর তাঁকে ছেড়ে দেয়। এরপর ছয় মাস কাজ করার পর অসম থেকে বাড়ি চলে আসেন নিশিকান্ত।

আরও পড়ুন

এরপর ফের চলতি বছরে দুমাস আগে তাঁর কাছে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসি-র নোটিশ আসে। সেখানে তিনি ১৯৬০ সালের জমির কাগজপত্র ও বিভিন্ন প্রমাণপত্র নিয়ে অসমে যান। সব কাগজপত্র দেখার পরেও সন্তুষ্ট নয় ফরেনার ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। সে ইসময়ের ভোটার লিস্ট ও তাঁর বাবার পরিচয়পত্র চান। সেসব নথি সঙ্গে না থাকায় তিনি নিরাশ হয়ে বাড়ি ফেরেন। তাঁর বাবা ৪৫ বছর আগে মারা গিয়েছেন। এখন তাঁর বাবার নথি জোগাড় করবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় আছেন।

এর আগে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীর কাছে ফরেনার ট্রাইবুনাল থেকে এনআরসির নোটিশ আসে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এমনকী একুশে জুলাইয়ের মঞ্চেও  ডাকা হয়। পাশে থেকে প্রতিবাদ আন্দোলনের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement