সীমান্তে গোরু পাচারের (Cow Smuggling) চেষ্টা! বিএসএফের গুলিতে এক বাংলাদেশির (Bangladeshi) মৃত্যুর অভিযোগ উঠল। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিং পাড়া এলাকার ঘটনা। চাণক্য বিওপির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডান্ট মনোজ কুমার জানান, এই বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হবে।
জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ আনোয়ার (৩৫)। বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ১০ মাইল ভজনপুর গ্রামে। ঘটনায় থমথমে দুই বাংলার সীমান্ত এলাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ১৫-২০ জনের একটি দল গরু নিয়ে সীমান্ত পার করে ভারতে ঢুকেছিল। ফেরার সময় তাদের আটকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। এরপর দুই তরফে সংঘর্ষ বাধে।
বিএসএফের দাবি, প্রথমে অনুপ্রবেশকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। আত্মরক্ষার্থে বিএসএফের তরফেও ১০ রাউন্ড গুলি চালানো হয়। তাতেই একজন নিহত হয়। পরে জানা যায় ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। বাকিরা গরু নিয়ে পালাতে সক্ষম হয়। একটি গরু উদ্ধার করে বিএসএফ। ঘটনায় সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।