Advertisement

Malda Dinajpur Water Supply Crisis: এক বছর বেতন বন্ধ, জল বন্ধের হুঁশিয়ারি উত্তরের তিন জেলার পাম্প অপারেটরদের

Malda Dinajpur Water Supply Crisis: দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মালদার দৌলতপুরে PHE দপ্তরের সামনে জড়ো হন কয়েক শো কর্মী। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায়ও পাম্প অপারেটররা বিক্ষোভ দেখান। তাঁদের হুঁশিয়ারি, তৎক্ষণাৎ বকেয়া না মিললে পানীয় জল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

Aajtak Bangla
  • মালদা ও রায়গঞ্জ,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 1:24 AM IST

Malda Dinajpur Water Supply Crisis: দীর্ঘদিন বেতন না পাওয়ায় উত্তাল মালদা ও দুই দিনাজপুর। PHE পাম্প অপারেটররা বৃহস্পতিবার তিন জেলা মিলিয়ে রাস্তায় নামলেন বৃহত্তর আন্দোলনে। অভিযোগ, সাত মাস থেকে শুরু করে কারও কারও ক্ষেত্রে এক বছরেরও বেশি সময় ধরে এক টাকাও বেতন পাননি তাঁরা। সংসার চালানো তো দূরের কথা, সন্তানদের স্কুল-কলেজের ফি মেটানোও অসম্ভব হয়ে পড়েছে।

দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মালদার দৌলতপুরে PHE দপ্তরের সামনে জড়ো হন কয়েক শো কর্মী। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায়ও পাম্প অপারেটররা বিক্ষোভ দেখান। তাঁদের হুঁশিয়ারি, তৎক্ষণাৎ বকেয়া না মিললে পানীয় জল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এক বছর বেতন নেই, সংসার অচল
পাম্প অপারেটররা জানান, এতদিন অবস্থা সামলে চললেও এখন সবকিছুই ভেঙে পড়ছে। কারও সাত মাসের বেতন বাকি, কারও এক বছরেরও বেশি। বিক্ষোভকারীরা বলছেন, “বাধ্য হয়েই আন্দোলন। বেতন না পেলে চরমপন্থা নিতে বাধ্য হব”।

আরও পড়ুন

প্রশাসন নীরব
জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও জেলা PHE-র আধিকারিক তাপস মণ্ডল মুখ খুলতে নারাজ। এ নিয়ে ক্ষোভ আরও বাড়ছে কর্মীদের মধ্যেই। উত্তর দিনাজপুর পাম্প অপারেটর কমিটির যুগ্ম সম্পাদক চন্দন দাস বলেন, “বারবার অভিযোগ জানিয়েছি, তবুও কোনও ব্যবস্থা হয়নি। এবার দাবি না মানলে জল পরিষেবা বন্ধ করতেই হবে।”
 

 

Read more!
Advertisement
Advertisement