Advertisement

Raigunj Lawyer Kidnapped: প্রকাশ্যে আইনজীবীকে গাড়িতে তুলল দুষ্কৃতীরা, রায়গঞ্জে ফিল্মি কায়দায় অপহরণ

Raigunj Lawyer Kidnapped: প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লাল রঙের স্করপিও ও একটি মোটরবাইক আচমকাই সামনে এসে দাঁড়ায়। তার পরেই আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আইনজীবীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়।

Aajtak Bangla
  • রায়গঞ্জ,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 4:22 PM IST

Raigunj Lawyer Kidnapped: রায়গঞ্জ শহরের উপকণ্ঠে বৃহস্পতিবার বিকেলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। আদালতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন হেমতাবাদের বাসিন্দা আইনজীবী জুলিয়াস নায়েক। কিন্তু উদয়পুর রাজ্য সড়কের কাছে পৌঁছতেই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির পথ রুদ্ধ করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লাল রঙের স্করপিও ও একটি মোটরবাইক আচমকাই সামনে এসে দাঁড়ায়। তার পরেই আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আইনজীবীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়।

আইনজীবীর স্ত্রী নূরজাহান বেগম জানিয়েছেন, “স্বামী বাড়ি ফেরার পথে হাঁস খামার মোড়ের কাছে পৌঁছাতেই দুষ্কৃতীরা ঘিরে ধরে। বন্দুক দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা আরেক আইনজীবীকেও ধাক্কা মেরে ফেলে দেয়।” খবর ছড়িয়ে পড়তেই এলাকার আইনজীবীরা উদয়পুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খানিকক্ষণই ব্যাহত হয় যান চলাচল।

আরও পড়ুন

অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নূরজাহান বেগম কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আপাতত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। এমন দুঃসাহসিক অপহরণে রায়গঞ্জ শহরে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

Read more!
Advertisement
Advertisement