Advertisement

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল, দেখে নিন সূচি

Kolkata-North Bengal Train Disruption On Sunday: সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল, দেখে নিন সূচি। লাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ার সম্ভবনা রয়েছে। রেলের পক্ষ থেকে সেই সমস্ত ট্রেনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল, দেখে নিন সূচি
Aajtak Bangla
  • মালদা,
  • 10 Mar 2023,
  • अपडेटेड 7:28 PM IST
  • ফরাক্কায় মেরামতির কাজ
  • কলকাতা-উত্তরবঙ্গ ট্রেন চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা
  • রবিবার অন্তত ৮টি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটবে

Kolkata-North Bengal Train Disruption On Sunday: রবিবার মালদহ ডিভিশনের ফরাক্কা স্টেশনের কাছে লাইন সম্প্রসারণের জন্য ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখা হবে। ইস্টার্ন রেলের মালদা রেল ডিভিশনের তরফে। আগামী রবিবার ১২ মার্চ সকাল ১০.১৫ মিনিট থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার বন্ধ থাকবে এই রুটে। স্বাভাবিকভাবেই এই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। প্রায় সাড়ে সাত ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে

লাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ার সম্ভবনা রয়েছে। রেলের পক্ষ থেকে সেই সমস্ত ট্রেনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

১. ১৩১৭৩ শিয়ালদহ-শিলচর এক্সপ্রেস রবিবার তিন দেরিতে ছাড়বে।

২. ১২৫০৯ SMVT এসএমভিটি বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেসের (১০ মার্চ তারিখে যাত্রা শুরু হচ্ছে), ট্রেনটির যাত্রাপথ ১ ঘণ্টা ১৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

৩. ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস, ১১ মার্চ তারিখে তিন ঘন্টা দেরিতে ছাড়বে।

৪.  ১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রাপথ ১ ঘণ্টা ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

৫. ০৩৭৬৮ মালদহ টাউন–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ১২ মার্চ ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে।

৬. ১২৩৬৪ হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস ১২ মার্চ সাড়ে চার ঘণ্টা দেরিতে ছাড়বে।

৭. ১৩১৭৪ আগরতলা–শিয়ালদহ এক্সপ্রেস, ১১ মার্চ ৫ ঘন্টা দেরিতে ছাড়বে।

৮. ১৩৪৩২ মালদহ টাউন–নবদ্বীপ ধাম এক্সপ্রেস, ১২ মার্চ ৫০ মিনিট যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement