Advertisement

RG Kar Doctor Boyfriend Arrest: RG করের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর পিছনে প্রেমিকের হাত? মায়ের অভিযোগের ভিত্তিত্তে গ্রেফতার

তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পার হতেই নতুন করে শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ। এই মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে মালদায়। সরাসরি মৃতার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। মৃতার মায়ের দাবি, জোর করে ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে ওই তরুণীকে। এই ঘটনায় এবার প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করেছে পুলিশ।

RG করের ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিকRG করের ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক
Aajtak Bangla
  • মালদা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 1:59 PM IST

তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পার হতেই নতুন করে শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ। এই মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।  ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে মালদায়। সরাসরি মৃতার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। মৃতার মায়ের দাবি, জোর করে ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে ওই তরুণীকে। এই ঘটনায় এবার প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে উজ্জ্বল সোরেনকে মালদা থেকেই গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল পুরুলিয়ার বাসিন্দা। তিনি মালদা মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। অনিন্দিতা বালুরঘাটের বাসিন্দা। আর জি করে পাঠরত ছিলেন। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের সূত্রেই পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরেনের সঙ্গে পরিচয় হয় বালুরঘাটের অনিন্দিতা সোরেনের। দু’জনই ডাক্তারি পড়ুয়া হওয়ায় বন্ধুত্ব হতে বিশেষ সময় লাগেনি। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে পরিবার। মৃতার পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীর মা প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই মালদহ থেকে অভিযুক্ত উজ্জ্বলকে প্রথমে আটক কর পুলিশ। পরে গ্রেফতার করা হয়।

গোটা ঘটনায় দ্রুত তদন্তের দাবি তুলেছেন আরজি কর-এর আন্দোলনকারী চিকিৎসকেরাও।  মৃত ছাত্রী সঙ্গে প্রেমিকের ঝামেলা হয়েছিল কি না? মৃত্যু কী করে? ছাত্রীর অন্তঃসত্ত্বার তত্ত্ব শোনা যাচ্ছে, এইসব বিষয় নিয়ে উজ্জ্বল সোরেনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।  দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের শেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, অনিন্দিতা ও উজ্জ্বলের  মধ্যে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। কিছুদিন আগে বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা। পরিবার সূত্রে খবর, সোমবার কলকাতায় ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। এরপর উজ্জ্বলের ফোন পান অনিন্দিতার বাবা-মা। মৃতার মায়ের দাবি, তাঁদের জানানো হয় অনিন্দিতা মালদা মেডিক্যালে ভর্তি। স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান তিনি। মেয়ে কীভাবে মালদা গেল, তা বুঝতে পারছেন না। শুক্রবার রাতে অনিন্দিতার অবস্থার অবনতি হলে তাঁকে আরজি করে রেফার করা হয়। তবে মাঝ রাস্তায় পরিস্থিতি বেগতিক বুঝে মালদা মেডিক্যালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর। মৃতার পরিবারের অনুমান, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তরুণী। সেই কারণেই প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাতেই অশান্তি। অনিন্দিতার পরিবারের তরফে অভিযোগ, প্রেমিক উজ্জ্বলই বিষ খাইয়ে খুন করেছে অনিন্দিতাকে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement