Advertisement

Rhino Attack In Alipurduar: আলিপুরদুয়ারে গন্ডারের হানা! গোরু চড়াতে গিয়ে আহত ব্যক্তি, চাঞ্চল্য ছড়াল এলাকায়

Rhino Attack In Alipurduar: চিলাপাতা জঙ্গল থেকে একটি গন্ডার হঠাৎই লোকালয়ে চলে আসে এবং ভুট্টা খেতে ঢুকে পড়ে। গোরু চড়াতে গিয়ে আছিরুদ্দিন মিঞা ওই জমির পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু জমির ভিতরে থাকা গন্ডারটি দেখতে পাননি তিনি। আচমকাই গন্ডারটি তাঁকে ধাক্কা মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

আলিপুরদুয়ারে গন্ডারের হানা! গোরু চড়াতে গিয়ে আহত ব্যক্তি, চাঞ্চল্য ছড়াল এলাকায়আলিপুরদুয়ারে গন্ডারের হানা! গোরু চড়াতে গিয়ে আহত ব্যক্তি, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 13 Apr 2025,
  • अपडेटेड 4:34 PM IST

রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের পশ্চিম শিমলাবাড়ি এলাকায়, যখন একটি গন্ডারের আক্রমণে আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম আছিরুদ্দিন মিয়াঁ। তিনি স্থানীয় বাসিন্দা এবং প্রতিদিনের মতো এদিনও গোরু চড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাপাতা জঙ্গল থেকে একটি গন্ডার হঠাৎই লোকালয়ে চলে আসে এবং ভুট্টা খেতে ঢুকে পড়ে। গোরু চড়াতে গিয়ে আছিরুদ্দিন মিঞা ওই জমির পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু জমির ভিতরে থাকা গন্ডারটি দেখতে পাননি তিনি। আচমকাই গন্ডারটি তাঁকে ধাক্কা মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে প্রথমে পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর আঘাত গুরুতর নয় এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আরও পড়ুন

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই বলছেন, চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা দিন দিন বেড়ে চলেছে। বন দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসীর দাবি, গন্ডারের গতিবিধি নজরে রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হোক।

 

Read more!
Advertisement
Advertisement