Advertisement

Jaldapara Rhino Attack: কুয়াশায় পথ ভুলে জলদাপাড়া থেকে লোকালয়ে গন্ডার, তিন ঘণ্টা তাণ্ডব চালাল

Jaldapara Rhino Attack: বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে বুনো গন্ডার ঢুকে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গন্ডারটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়।

Aajtak Bangla
  • জলদাপাড়া,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 6:09 PM IST

Jaldapara Rhino Attack: রাতভর ঘন কুয়াশা। চারদিক সাদা চাদরে মোড়া। আর ঠিক সেই অদৃশ্যতার সুযোগেই জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে বুনো গন্ডার ঢুকে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গন্ডারটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়।

কীভাবে ঢুকে পড়ল গন্ডার?
স্থানীয়দের মতে, গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শিসামারা নদী এবং তার ওপারেই ঘন সবুজ জলদাপাড়া জঙ্গল। হাতি বা বাইসনের আনাগোনা মাঝেমধ্যেই দেখা যায়, কিন্তু গন্ডার সচরাচর লোকালয়ে আসে না। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার ফাঁকে হঠাৎ এক বিশাল গন্ডারকে সামনে দেখে হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা।

পরপর আক্রমণ, মোটরবাইকে ধাক্কা
জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে জহিরুল হক নামে এক ব্যক্তির গরুকে আক্রমণ করে। গরুটি গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর রাস্তার ধারে রাখা একটি মোটরবাইকেও জোর ধাক্কা দেয় বুনোটি। গ্রামের ভেতর ঘুরতে ঘুরতে শেষে পৌঁছে যায় নতুনপাড়া বাজারে। তারপরই গিয়ে আশ্রয় নেয় অমূল্য রায় নামের এক বাসিন্দার পুকুরে এবং সেখানে দীর্ঘক্ষণ স্থির হয়ে থাকে।

আরও পড়ুন

বন দফতরের তৎপরতা, শেষমেশ জঙ্গলে ফেরত
ঘটনার খবর পেয়েই বনকর্মীরা দ্রুত গ্রামের দিকে ছুটে আসেন। তবে কৌতূহলী মানুষের ভিড়ের কারণে গন্ডারটিকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাঁদের। প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর ড্রাইভ করে গন্ডারটিকে নিরাপদ দূরত্বে জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হন বনকর্মীরা।

কী বলছে বন দফতর
বন দপ্তরের প্রাথমিক ধারণা, তীব্র কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিকভ্রান্ত হয়েই গন্ডারটি গ্রামে ঢুকে পড়ে। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে বন দফতর। বড় কোনও দুর্ঘটনা না ঘটায় আপাতত স্বস্তিতে স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও বন দফতর।

 

Read more!
Advertisement
Advertisement