Advertisement

SSC-র 'দাগি' তালিকায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা

এ বিষয় নিয়ে বিধায়ক ও তার মেয়ে প্রথমে মুখ খুলতে রাজি হননি। তবে পরে ফোনে আজতক বাংলার প্রতিনিধিকে প্রতিক্রিয়া দেন তিনি। তিনি বলেন, মেয়ের বিয়ে দিয়েছেন বহুদিন আগে। মেয়ে জামাই বিষয়টি দেখবেন। আইনি পথেই লড়াই করবেন মেয়ে-জামাই।

SSC-র 'দাগি' তালিকায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা। (বাঁদিকে)SSC-র 'দাগি' তালিকায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা। (বাঁদিকে)
স্বপন কুমার মুখার্জি
  • চোপড়া,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 5:02 PM IST

এসএসসির প্রকাশ করা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের। শনিবার মধ্যরাতে এসএসসির প্রকাশিত দ্বিতীয় তালিকায় নাম ছিল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের। হামিদুল রহমানের মেয়ে চোপড়া কালিগঞ্জ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।তালিকা প্রকাশ হতেই বিধায়কের বাড়ির গেট বন্ধ।

এ বিষয় নিয়ে বিধায়ক ও তার মেয়ে প্রথমে মুখ খুলতে রাজি হননি। তবে পরে ফোনে আজতক বাংলার প্রতিনিধিকে প্রতিক্রিয়া দেন তিনি। তিনি বলেন, মেয়ের বিয়ে দিয়েছেন বহুদিন আগে। মেয়ে জামাই বিষয়টি দেখবেন। আইনি পথেই লড়াই করবেন মেয়ে-জামাই। তবে একজন শাসকদলের জনপ্রতিনিধির মেয়ের এভাবে দাগি শিক্ষকদের তালিকায় নাম উঠল। এতে কি একটু হলেও তাঁর সম্মান হানি হল না? এই প্রশ্নে "এ বিষয়ে তৃণমূল বিধায়ক বলেন, এতে মান-সম্মানের কী আছে? মেয়ে কি আমার কাছে আছে? মেয়ের রেজাল্ট অসম্পূর্ণ ছিল। ও আইনি লড়াই লড়ছিল। আবার লড়বে। মেয়ে কি চুরি করেছে?"

তবে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দায় পুরোপুরি ঝেড়ে ফেলেছেন। জেলা সভাপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের  এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় কে আছে কে নেই তা তাদের জানা নেই। যদি কেউ অযোগ্য হয়ে থাকেন সেই তালিকায় স্থান পেয়েছেন। 

আরও পড়ুন

এবিষয়ে সিপিএম নেতা রঘুপতি মুখোপাধ্যায় বলেন,  "এটা খুবই দুর্ভাগ্যজনক যে শাসকদলের একজন বিধায়কের মেয়ের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে। এর জন্য সব দায় মাননীয় মুখ্যমন্ত্রীর।" এ বিষয়ে বিজেপি নেতা চিরঞ্জিত রায় বলেন, দুর্নীতি করেছে চাকরি গিয়েছে। এই বিষয়টি নিয়ে তৃণমূল দীর্ঘদিন ধরে টালবাহানা করেছে। তৃণমূল দুর্নীতি নামক শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
 

তথ্য: তন্ময় চক্রবর্তী

 

Read more!
Advertisement
Advertisement