Advertisement

সরকারি চাকরি বাঙালি শ্রমিকের ছেলের, ইন্টারনেটে দেশের হাজারো তরুণের স্বপ্নদিশারী

ছোটবেলা থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হওয়া সনাতন হালদারকে ঘিরে প্রত্যাশা ছিল সীমিত। অনেকেই ভেবেছিলেন, সংসারের টানে পড়াশোনা মাঝপথেই থেমে যাবে। কিন্তু বাস্তবে ঠিক উলটোটা ঘটেছে।

দিনমজুরের ছেলে কীভাবে পেলেন সরকারি চাকরি? অনুপ্রেরণা দেবে তার গল্পদিনমজুরের ছেলে কীভাবে পেলেন সরকারি চাকরি? অনুপ্রেরণা দেবে তার গল্প
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 10:01 PM IST

সমাজ অনেক আগেই ধরে নিয়েছিল, বাবার মতো দিনমজুরের কাজই হবে তাঁর ভবিতব্য। কিন্তু সেই ধারণার গণ্ডি ভেঙে বইখাতা আর কঠোর পরিশ্রমকেই জীবনপথ হিসেবে বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের সনাতন হালদার। আজ তাঁর সেই লড়াইয়ের গল্পই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ফের একবার মনে করিয়ে দিচ্ছে, সাফল্যের চাবিকাঠি কখনওই শুধু সুযোগ নয়, অদম্য অধ্যবসায়।

ছোটবেলা থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হওয়া সনাতন হালদারকে ঘিরে প্রত্যাশা ছিল সীমিত। অনেকেই ভেবেছিলেন, সংসারের টানে পড়াশোনা মাঝপথেই থেমে যাবে। কিন্তু বাস্তবে ঠিক উলটোটা ঘটেছে। একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতা সত্ত্বেও ভেঙে না পড়ে, রাত জেগে পড়াশোনা আর নিরলস চেষ্টাকেই নিজের অস্ত্র বানান তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে তাঁর জীবনের নানা অধ্যায়। কিশোর বয়সের সংগ্রাম থেকে শুরু করে সরকারি পরীক্ষায় সাফল্য, জীবনের প্রথম বিমানযাত্রা, ‘ভারত সরকার’ লেখা নম্বরপ্লেট লাগানো গাড়ির পাশে গর্বিত ভঙ্গিতে দাঁড়ানো মুহূর্ত, এমনকি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের দৃশ্যও। কোনও নাটকীয় উত্থান নয়, বরং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার নীরব গল্পই এই ভিডিওর মূল আকর্ষণ।

আরও পড়ুন

বর্তমানে সনাতন হালদার ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকে সহকারী শাখা আধিকারিক (Assistant Section Officer ASO) হিসেবে কর্মরত। তাঁর সাফল্যের তালিকায় রয়েছে জিএসটি ইনস্পেক্টর (২০২৪) পদে নির্বাচিত হওয়া। পাশাপাশি তিনি উত্তীর্ণ হয়েছেন দেশের অন্যতম কঠিন পরীক্ষা। সিএএসই (Combined Administrative Services Examination), এসএসসি সিজিএল (SSC Combined Graduate Level), এসএসসি সিএইচএসএল (Combined Higher Secondary Level) এবং এসএসসি এমটিএস (Multi-Tasking Staff)।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে কমেন্টে ভেসে আসছে শুভেচ্ছা, গর্ব আর অনুপ্রেরণার বার্তা। অনেকেই লিখছেন, এই গল্প প্রমাণ করে দেয়, সাফল্য কোনও বিশেষ শ্রেণির একচেটিয়া সম্পত্তি নয়; লড়াই করার মানসিকতাই শেষ পর্যন্ত ভাগ্য বদলায়।

 

Read more!
Advertisement
Advertisement